Top

টঙ্গীতে ১৩ দফা দাবিতে ব্রাভো অ্যাপারেলস শ্রমিকদের কর্মবিরতি

০৯ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ
টঙ্গীতে ১৩ দফা দাবিতে ব্রাভো অ্যাপারেলস শ্রমিকদের কর্মবিরতি
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীতে শ্রমিকরা আগস্ট মাসের বকেয়া বেতনসহ ১৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেড ও ব্রাভো অ্যাপারেলস (এ্যামট্রানেট গ্রুপ) এর শ্রমিকরা কর্মবিরতি পালন করছে।

সোমবার (০৯ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে প্রায় ৩ হাজার শ্রমিক টঙ্গি পূর্ব থানার বিসিক শিল্প এলাকায় এ আন্দোলন করছে। ঘটনাস্থলে শিল্প পুলিশ এবং থানা পুলিশ অবস্থান করছে।

দাবিগুলো হলো, প্রতি মাসের  ৭ তারিখের মধ্যে বেতন দিতে হবে, হাজিরা বোনাস ১ হাজার টাকা দিতে হবে, ১৫% বেতন বৃদ্ধি করতে হবে, অর্জিত ছুটির টাকা এক সাথে দিতে হবে, সার্ভিস ভাতা প্রদান করতে হবে, সন্ধ্যা ৭টার পর কাজ করলে টিফিন বিল ৫০ টাকা এবং রাত ১২ টার পর নাইট বিল ২০০ টাকা দিতে হবে, ইদ বোনাস দিতে হবে, গর্ভবতী মেয়েদের জন্য ৪ মাসের ছুটি এবং ৪ মাসের ছুটির টাকা আগে প্রদান করতে হবে, কাজে পুনরায় যোগদান করতে দিতে হবে, আন্দোলনকারী কোন শ্রমিক কর্মচারীদের চাকরি থেকে বহিষ্কার এবং ব্যাকলিস্ট করা যাবে না, শ্রমিকদের সাথে গালাগালি ও দুর্ব্যবহার করা যাবে না, ১২ দিন উৎসব ছুটি দিতে হবে, কোন শ্রমিক বা স্টাফকে বের করতে হলে ৪ মাস (১২০ দিনের) বেতনসহ সকল পাওনা দিয়ে দিতে হবে, দুইটি ইদ বোনাস দিতে হবে এবং শুক্রবার বা ছুটির দিনে করলে ৫০০ টাকা দিতে হবে।

আন্দোলনরত শ্রমিকরা জানায়, কোনো শ্রমিকের/স্টাফদের উপর হয়রানি অত্যাচার ও নির্যাতন করা যাবে না,। অফিসের প্রশাসন বিভাগের কমপ্লায়েন্স কোনো কোম্পানির আওতায় থাকতে পারবে না। শ্রমিক/স্টাফ প্রতিনিধিদের ন্যায্য দাবি গুরুত্বসহকারে মেনে নিতে হবে। দাবি মেনে নিয়ে অফিসিয়ালভাবে নোটিশ জারি করতে হবে। দাবিগুলো না মানা পর্যন্ত আমরা কেউ কাজে যোগদান করবো না।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, শ্রমিক প্রতিনিধিসহ মালিক পক্ষের সাথে আলোচনায় বসেছি। বিস্তারিত পরে জানানো হবে।

এম পি

শেয়ার