নিজের ত্বককে একটু সুন্দর রাখতে ছেলেরাও পিছিয়ে নেই। ছোট্ট ব্রণ নিয়েও তারা খুবই চিন্তিত। এই চিন্তার সহজ সমাধান দিতে পারে গ্রিন টি।
গ্রিন টি শরীরের জন্য খুব উপকারি তা আমরা সবাই জানি। ত্বকের জন্যও এটি খুব উপকারি। মুখের ব্রণ দূর করতে গ্রিন টি বেশ কার্যকর।
গ্রিন টি ব্যবহার করে মুখের ব্রণ সহজেই কমানো যেতে পারে। এতে থাকা পলিফেনল ত্বকে উপস্থিত ব্যাকটিরিয়া দূর করে।
আজ আপনাকে জানাবো গ্রিন টি ও মধু দিয়ে কিভাবে ব্রণ দূর করবেন-
১. গ্রিন টি ব্যাগ গরম পানিতে দুই থেকে তিন মিনিট ভিজিয়ে রেখে তুলে নিন।
২. টি ব্যাগ ঠান্ডা হলে এর মধ্য থেকে টি বের করে ফেলুন।
৩. এই টি এর সাথে প্রয়োজনীয় মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন।
৪. এবার পেস্টটি মুখে লাগান। প্রায় ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
৫. এই ফেস প্যাকটি সপ্তাহে তিন থেকে চারবার ব্যবহার করুন। দেখবেন মুখের ব্রণ তুলনামূলকভাবে কমতে থাকবে।