Top

টুয়েলভের শীতের কালেকশন

২৭ ডিসেম্বর, ২০২২ ১১:১৬ পূর্বাহ্ণ
টুয়েলভের শীতের কালেকশন
ফ্যাশন ডেস্ক :

যুগের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সময়ে তরুণ থেকে বৃদ্ধ সবারই ফ্যাশনের ক্ষেত্রে

যুগের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সময়ে তরুণ থেকে বৃদ্ধ সবারই ফ্যাশনের ক্ষেত্রে একটি নিজস্ব লাইফ স্টাইল রয়েছে। ফ্যাশনের এই দিকটাতে নজর দিয়েছে দেশের অন্যতম সেরা লাইফ স্টাইল ব্র্যান্ড টুয়েলভ ক্লদিং। এবার শীতে আধুনিক সব উইন্টার কালেকশন নিয়ে বাজারে এসেছে তারা। জ্যাকেট, সোয়েটার এবং নিট এই ৩টি মূল ক্যাটাগরিতে এবারের উইন্টার কালেকশন সাজিয়েছে টুয়েলভ ক্লদিং।

এবারের উইন্টার কালেকশনে টুয়েলভের বিভিন্ন ধরনের জ্যাকেট ১৮০০-২৬০০ টাকা, সোয়েটার ১৪০০-১৭০০ টাকা এবং শীতের বিশেষ নিট টি-শার্ট ৯০০-১৮০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আর, আকর্ষণীয় পণ্য হিসেবে রয়েছে বিভিন্ন রকমের স্টাইলিশ ব্লেজার। এ ছাড়া এথনিক বিভাগে টুয়েলভের রয়েছে মেন্স, ওমেন্স, কিডস গার্লস এবং কিডস বয়েস এই মেজর ৪টি ক্যাটাগরি। সর্বস্তরে ক্রেতাদের কথা মাথায় রেখে এই পণ্যগুলোর মূল্যও সাধ্যের মধ্যেই রেখেছে টুয়েলভ। বিভিন্ন আউটলেটে ৫০০ টাকা থেকে শুরু করে প্রিমিয়াম রেঞ্জ পর্যন্ত পণ্যের দামও ভিন্ন।

 

শেয়ার