Top

ইউরোপ অভিমুখী ইরানের বাণিজ্যিক জাহাজে সন্ত্রাসী হামলা

১৩ মার্চ, ২০২১ ৫:১২ অপরাহ্ণ
ইউরোপ অভিমুখী ইরানের বাণিজ্যিক জাহাজে সন্ত্রাসী হামলা
আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের শিপিং লাইন গ্রুপের মুখপাত্র আলী গিয়াসিয়ান বলেছেন, ভূমধ্যসাগরের আন্তর্জাতিক পানি সীমায় একটি বিস্ফোরক ডিভাইসের আঘাতে ‘ইরান শাহরেকুর্দ’ নামের বাণিজ্যিক জাহাজের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, বাণিজ্যিক জাহাজটি ইরান থেকে ইউরোপে যাচ্ছিল।

গিয়াসিয়ান বলেন, বিস্ফোরক বস্তুটি জাহাজটিতে আঘাত করার পরে সেখানে আগুন ধরে যায়, তবে তা বড় আকারে ছিল না। এরপর জাহাজের ক্যাপ্টেন ও ক্রুদের সময়োপযোগী পদক্ষেপ ও প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। এর ফলে জাহাজের কেউ হতাহত হয়নি।

ইরানের শিপিং কোম্পানির এই মুখপাত্র আরও বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও তা মেরামতের পর ইরানি জাহাজটি আবারও ইউরোপের পথে রওনা হবে।

তিনি বলেন, এ ধরনের সন্ত্রাসী তৎপরতা জলদস্যুতার শামিল এবং তা বাণিজ্যিক পরিবহণ সুরক্ষা সম্পর্কিত আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

এ কারণে সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা ও শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

সূত্র: পার্সটুডে

শেয়ার