Top

জয়পুরহাটে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

২২ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৪০ অপরাহ্ণ
জয়পুরহাটে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
জয়পুরহাট প্রতিনিধি :

দুর্নীতিবাজ, অর্থআত্মসাৎ, শিক্ষক-কর্মচারী নিয়োগ বাণিজ্য, শিক্ষার্থীদের উপর জুলুমকারী ও স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে জয়পুরহাটের মাধাইনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়টির সামনের সড়কে এই বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। শিক্ষার্থীদের সাথে স্থানীয় জনসাধারণ মিলিত হয়েছিলো।

শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত ফি আদায়, বিদ্যালয়টির বিভিন্ন তহবিল থেকে অর্থ আত্মসাৎ, শিক্ষক কর্মচারী নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে প্রধান শিক্ষক এনামুল হককে পদত্যাগের দাবি জানায় তারা।

বিষয় জানতে মাধাইনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সাথে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তাঁকে বিদ্যালয় বা মুঠোফোনে পাওয়া যায়নি।

তবে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কার্যালয়ের গোপনসুত্রে জানা গেছে, বিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন দাবি নিয়ে শিক্ষার্থীরা অভিযোগ দিয়েছে। এ নিয়ে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে।

এম জি

শেয়ার