Top
সর্বশেষ
ব্যবসা পরিচালনায় সরকারের কাছে ঋণসুবিধা চেয়েছে বেক্সিমকো লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ১০০, আহত ৪০০ পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ ইসলামী ব্যাংকের এএমডি হিসেবে ওমর ফারুক খান ও জামাল উদ্দিনের যোগদান ৯ ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি ১৮ হাজার কোটি টাকা প্রথমবার ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ড. ইউনূস ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে বদলি এক যুগের পুরোনো সার্ভেইল্যান্স উন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তা চায় বিএসইসি বিভিন্ন খাত সংস্কারে সরকারকে পূর্ণ সহায়তার আশ্বাস জাতিসংঘের

যমুনায় জেলের জালে ধরা পড়ল ৩৯ কেজির বাঘা আইড়

২৩ সেপ্টেম্বর, ২০২৪ ২:৫৬ অপরাহ্ণ
যমুনায় জেলের জালে ধরা পড়ল ৩৯ কেজির বাঘা আইড়
জেল‍া প্রতিনিধি :

সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদী জেলেদের জালে ধরা পড়েছে ৩৯ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম কড্ডার মোড় বাজারে মাছটি তোলা হয়। এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভীড় জমায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে জেলেরা যমুনা নদীতে মাছ ধরতে যায়। এ সময় জেলেদের জালে ৩৯ কেজি ওজনের বিশাল বাঘাইড় মাছটি ধরা পরে। পরে মাছটি কড্ডার মোড় বাজারে আনার পর ৫০ হাজার টাকা দাম চাওয়া হয়। কিন্তু এতবড় মাছ কেনার লোক না থাকায় মাছটি কেটে বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, মাছটি অনেক বড় হওয়ায় একক ক্রেতা পাইনি। এজন্য কেটে বিক্রির সিদ্ধান্ত নেই। প্রতি কেজি ১৩০০ টাকা করে বিক্রি করছি। মাছটি সম্পূর্ণ বিক্রি হলে মোট ৫০ হাজার টাকা পাব।

মাছ কিনতে যাওয়া আরফান হোসাইন বলেন, দীর্ঘদিন পর কড্ডার মোড় বাজারে এতো বড় মাছ উঠেছে। এমন বড় মাছ সবসময় বাজারে দেখা যায় না। মাছটি অনেক বড় হওয়ায় সেটাকে কেটে কেজি দরে বিক্রি করা হচ্ছে। নদীর মাছ খেতে অনেক সুস্বাদু হয় বলে আমিও এক কেজি কিনেছি।

এব্যাপারে সিরাজগঞ্জ সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, যমুনায় মাছ ধরা নিষিদ্ধের সময়ে নিয়মিত অভিযান পরিচালনা করায় এখন জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে। বড় বাঘাইড় মাছ ধরায় নিষেধ নাই জানিয়ে তিনি আরও বলেন, তবে ১০ সেন্টিমিটারের চেয়ে ছোট হলে সেগুলো ধরা যাবেনা।

বিএইচ

শেয়ার