দেশে এত দুর্বল ব্যাংক এবং নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান থাকুক তা চান না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, লিলিপুটের মতো অনেক ছোট ছোট ব্যাংক এখানে রয়েছে। আন্তর্জাতিকভাবে যারা কোনো গণনায় থাকে না।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এমন মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সেমিনারে ব্যাংক খাতের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুর্বল ব্যাংকগুলোর ভবিষ্যৎ জানতে চাওয়া হলে গভর্নর বলেন, ব্যাংকগুলোর সার্বিক অবস্থা পর্যালোচনা করা হবে। তাদের অভ্যন্তরীণ স্বাস্থ্য বিশ্লেষণ করা হবে। তবে এখনই বলতে পারব না কোন ব্যাংক থাকবে আর কোন ব্যাংক থাকবে না। ব্যাংক মার্জারের জন্য আমরা রিকমেন্ডেশন করব। এটা নিজ উদ্যোগে হলে ভালো। প্রয়োজন পড়লে নিজেরাও উদ্যোগ নেব। কিন্তু এটার জন্য সামগ্রিক রাজনৈতিক সংস্কার প্রয়োজন। সরকার এসব বিষয় নিয়ে হয়তো ভাববে। কারণ কোনো মালিকই চাইবে না মালিকানাহীন হতে। এজন্য সময় প্রয়োজন।
দুর্বল ব্যাংককে তারল্যে দিতে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টি সুবিধা দেওয়া প্রসঙ্গে আহসান এইচ মনসুর বলেন, দুর্বল একটি ব্যাংক কত টাকার আর্থিক সুবিধা পাবে, তা তাদের আর্থিক অবস্থা দেখে নির্ধারণ করা হচ্ছে। গ্যারান্টি দিলেও পুরো টাকা একবারে দেওয়া হবে না। এসব ব্যাংক বাজার থেকে টাকা ধার নিতে ব্যর্থ হওয়ায় একধরনের হস্তক্ষেপ করা হচ্ছে। এতে সমস্যা হলে অন্য কোনো মডেল অনুসরণ করা হবে। বন্ড ছেড়ে অন্য ব্যাংক থেকে টাকা নেওয়া যেতে পারে অথবা দুটোই একসঙ্গে চলতে পারে।
গভর্নর আরো জানান, ব্যাংক কোম্পানি আইনও সংস্কার করা হবে। তবে এখন না। আরো বিভিন্ন ধরনের সংস্কার একবারে নিয়ে আমরা সরকারের কাছে যাব। বারবার সংস্কার করার জন্য সরকারের কাছে যাব না। সেজন্য সব কিছু রেডি হলে তখনই সংস্কার কার্যক্রম দৃশ্যমান হবে।
এএ