Top

টঙ্গীতে ছেলে হত্যার দায়ে বাবা গ্রেফতার

২৬ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৩৩ অপরাহ্ণ
টঙ্গীতে ছেলে হত্যার দায়ে বাবা গ্রেফতার
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীতে শিশু ছেলে আব্দুর রহমান মুছাকে (১১) গলা টিপে হত্যার ঘটনায় বাবা মহিউদ্দিনকে (৩৫) প্রধান আসামী করে মামলা দায়ের করেছে মা শরিফুন নেছা। এ ঘটনায় পুলিশ বাবাকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গী পূর্ব থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) উপ- পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) আলমগীর হোসেন।

হত্যার শিকার শিশু আব্দুর রহমান মুছা বাবা-মায়ের সাথে টঙ্গীর গোপালপুর এলাকায় পান্নু খানের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করত। সে স্থানীয় হলি ক্রিসেন্ট হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

গ্রেফতারকৃত শিশুর বাবা মহিউদ্দিন মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া (ডুয়াটি) গ্রামের সিরাজ মাতবরের ছেলে। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে তাকে ভাঙ্গা থানা থেকে টঙ্গী থানা পুলিশ গ্রেফতার করে।

ওই মামলায় অপর আসামীরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া (আরজু ডুয়াটি) গ্রামের মিরাজ মাতাব্বরের স্ত্রী শ^াশুরী শাহানা (৫৫), দেবর সজিব (২০), প্রধান আসামীর দ্বিতীয় স্ত্রী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাউনকান্দা গ্রামের আজিজুল শেখের ছেলে সুমনা (২৬)। তারা প্রত্যেকেই নিহতের বাবার সাথে টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকার পান্নু খাঁনের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) উপ- পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) আলমগীর হোসেন সংবাদ সম্মেলনে বলেন, হত্যার শিকার শিশু আব্দুর রহমান মুছার মা শরিফুন নেছা পোশাক শ্রমিক। আসামী শিশুর বাবার সাথে ১৬ বছর পূর্বে তাদের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান আব্দুর রহমান মুছা। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে লাঞ্চ বিরতিতে বাসায় আসে। লাঞ্চ শেষে ছেলে মুছা এবং তার বাবা মহিউদ্দিনকে বাসায় রেখে অফিসে চলে যায়। বিকেলে বাবা মহিউদ্দিন ছেলে মুছাকে জামা কিনে দেওয়ার কথা বলে মার্কেটে নিয়ে যায়। ছেলে বাসায় ফিরতে দেরি হওয়ায় মা তার বাবাকে ফোন করে ছেলেকে বাসায় নিয়ে আসতে বলে। এসময় সে জানায় তার ছেলেকে খোঁজে পাচ্ছে না এবং সাভার এলাকায় খোঁজাখুজি করার কথা বলে তার মোবাইল বন্ধ করে রাখে। এ ঘটনায় শিশুর মা টঙ্গী পূর্ব থানায় ছেলে নিখোঁজের হওয়ার বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শিশুর বাবাকে ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশের সহায়তায় তার দ্বিতীয় স্ত্রীর বাড়ী থেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। একপর্যায়ে সে তার শিশু ছেলেকে শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার তুরাগ থানার দিয়াবাড়ী (কাশবনের) ভিতর শ্বাসরোধে হত্যা এবং লাশ গুম করে ঝোপের ভিতর ফেলে রাখার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশ বুধবার (২৫ সেপ্টেম্বর) আসামীর তথ্যের ভিত্তিতে কাশবনের ঝোপের ভিতর থেকে শিশু আব্দুর রহমান মুসার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য শিশুর লাশ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মমালা অন্যান্য আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

এম জি

শেয়ার