Top

অপকর্ম আর বরখাস্তের আদেশ মাথায় নিয়েও বহাল তবিয়তে বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ

২৬ সেপ্টেম্বর, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ
অপকর্ম আর বরখাস্তের আদেশ মাথায় নিয়েও বহাল তবিয়তে বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ

নারী কেলেংকারি, কলেজের টাকা আত্মসাৎ, কলেজের ৭২ টি গাছ কেটে বিক্রি করে টাকা আত্মসাৎ, চেক জালিয়াতিসহ নানা অভিযোগে মন্ত্রণালয় কর্তৃক বহিষ্কারের নির্দেশ থাকা সত্ত্বেও কোন এক অদৃশ্য কারণে বহাল তবিয়তে আছেন বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ ন্রিপেন্দ্র চন্দ্র দাশ তালুকদার।

জানা যায়, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান বিবিয়ানা মডেল ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রত্যন্ত অঞ্চলের এই শিক্ষা প্রতিষ্ঠানটি অনেক সুনাম অর্জন করেছে। শুরুতে অধ্যক্ষের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলেও ২০১৯ সালের শুরুর দিকে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসতে থাকে।

২১.০১.২০২০ ইং তারিখে অধ্যক্ষ ন্রিপেন্দ্র চন্দ্র দাশ তালুকদারের সাথে দিরাই উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি, ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার রাজরানী চক্রবর্তীর ৩টি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধম্যে ছড়িয়ে পরলে সুনামগঞ্জ জেলা তথা দেশ বিদেশে ব্যাপক নেতিবাচক আলোড়ন সৃষ্টি হয়। অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী ও কলেজের শিক্ষার্থীরা।

এ ঘটনা নিয়ে রাজরানী চক্রবর্তী বাদী হয়ে অধ্যক্ষর বিরুদ্ধে পর্ণগ্রাফি আইনে মামলা করলে সেই মামলায় অধ্যক্ষ ২০২২ সালে ১ মাস জেল খাটেন। উল্লেখ্য, জামিনে মুক্তি পেয়ে রাজরানী চক্রবর্তীর সাথে উপজেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দের মধ্যস্থতায় ১০ লক্ষ টাকার বিনিময়ে আপোষ করলে বাদী রাজরানী মামলা প্রত্যাহার করে নেন।

উল্লেখ্য যে, নানা অনিয়ম আর নারী কেলেংকারির ঘটনায় এলাকাবাসীর পক্ষে জনৈক জুয়েল আহমেদ জেলা প্রশাসক, সুনামগঞ্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই প্রেক্ষিতে তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা), মোঃ জসীম উদ্দিনের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং ২৫.১০.২০২০ ইং তারিখে সরেজমিন তদন্তান্তে অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে মর্মে ০৮.১২.২০২০ ইং তারিখে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক, সুনামগঞ্জ বরাবর দাখিল করা হয়। কিন্তু তৎকালীন স্থানীয় এমপি ডঃ জয়া সেনগুপ্তা ও দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের আস্থাভাজন হওয়ায় তদন্তে দোষী প্রমাণিত হওয়ার পরে প্রিন্সিপালের বিরুদ্ধে কোনো গভর্নিং বডি কোন ব্যাবস্থা নেয়নি। বরং নারী কেলেঙ্কারির মামলায় সাময়িক গভর্নিং বডির ৪৪ তম সভায় অধ্যক্ষকে বহিস্কার করা হলেও জেল থেকে জামিনে মুক্তি পেয়ে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের চাপে ন্রিপেন্দ্র চন্দ্র দাশকে অধ্যক্ষ পদে পুনর্বহাল করা হয়। এ নিয়ে স্থানীয় জনগণের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিলেও ভয়ে অনেকেই মুখ খোলেননি।

অতঃপর স্থানীয় জুয়েল আহমেদ বিগত ০৫.০৭.২০২২ ইং তারিখে শিক্ষা মন্ত্রনালয়ের সচিব বরাবর দুর্নীতি, নারী কেলেঙ্কারি, কলেজ তহবিলের টাকা আত্মসাৎ, চেক জালিয়াতির অভিযোগে আরেকটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত কমিটি বিগত ০৪.০১.২০২৩ এবং ০৫.০১.২০২৩ ইং তারিখে সরেজমিন তদন্ত করে এবং স্বার্থ সংশ্লিষ্ট সকলের বক্তব্য শুনে ২৭.১১.২০২৩ ইং তারিখে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে। নারী কেলেংকারীর যেহেতু অধ্যক্ষের বিরুদ্ধে পর্ণগ্রাফির আইনের মামলা বাদী প্রত্যাহার করে নিয়েছেন সেক্ষেত্রে বিষয়টি আইনিভাবে নিষ্পন্ন হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। অপরদিকে কলেজের ৭২ টি গাছ কেটে অর্থ আত্মসাতের অভিযোগ সন্দেহাতীত অধ্যক্ষের বিরুদ্ধে প্রমাণিত হয়।

কলেজের অর্থ আত্মসাতের বিষয়ে রিপোর্টে উল্লেখ করা হয় ২০১৮-২০১৯ অর্থ বছরের সমাপনী জের ও ২০১৯-২০২০ অর্থ বছরের প্রারম্ভিক জেরে দেখা যায় ৫,২৮,৮৫৪ টাকা অধ্যক্ষ আত্মসাৎ করেছেন এবং ২০১৬-২০১৬ থেকে ২০১৮-২০১৯ অর্থ বছরে অধ্যক্ষ ৫৫,১৯,১৭১ টাকা বিধিবহির্ভূতভাবে নগদে ব্যয় পরিশোধ করেছেন, যা তদন্ত কমিটি গুরুতর আর্থিক অনিয়ম বলে রিপোর্টে উল্লেখ করেছেন। তাছাড়া চেক জালিয়াতির বিষয়টিও সন্দেহাতীতভাবে প্রমাণিত বলে তদন্ত কমিটি উল্লেখ করেছেন। উক্ত তদন্ত প্রতিবেদনের আলোকে বিগত ১০.০৩.২০২৪ ইং তারিখে শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে অধ্যক্ষ ন্রিপেন্দ্র চন্দ্র দাশ তালুকদারকে ১৫ কার্যদিবসের মধ্যে বহিষ্কার এর জন্য তৎকালীন গভর্নিং বডির সভাপতিকে নির্দেশ করা হয়। কিন্তু সাবেক এমপি ডঃ জয়া সেনগুপ্তার প্রভাবের কারণে তৎকালীন গভ গভর্নিং বডি মন্ত্রনালয়ের সে আদেশ পালন করেনি।

এসব অভিযোগের বাইরেও স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলেজের শিক্ষার্থীদের দিয়ে জোর করে ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ডঃ জয়া সেনগুপ্তার পক্ষে নির্বাচনী প্রচারনায় সক্রিয় অংশগ্রহণ এবং ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জোরপূর্বক ভোট কেন্দ্র দখল, ২০২৪ এর উপজেলা নির্বাচনে উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক প্রদীপ রায়ের পক্ষে প্রচারণায় প্রকাশ্যে অংশগ্রহনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। তার এহেন কার্যক্রমের জন্য রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ দিয়েও স্থানীয় এমপির আশীর্বাদপুষ্ট হওয়ায় কেউই অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার সাহস করেননি।

৫ আগস্ট ২০২৪ এ ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতিপরায়ণ ও দলকানা শিক্ষকদের পদত্যাগে বাধ্য করানো হয়। কিন্তু ৫ আগস্টের পট পরিবর্তনের সাথে সাথেই খোলস পাল্টে স্থানীয় বিএনপির একটি পক্ষের সাথে অর্থের বিনিময়ে আতাত করে অধ্যক্ষ ন্রিপেন্দ্র দাশ এখনো বহাল তবিয়তে আছেন বলে অনেকেই অভিযোগ করেছেন।

জানা যায়, বিগত ২১.০৮.২০২৪ ইং তারিখে কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত ছুফি মিয়ার ছোট ছেলে জনাব ফজলে রাব্বি অধ্যক্ষকে মন্ত্রণালয়ের আদেশ মোতাবেক বহিষ্কারের জন্য গভর্নিং বডির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার, দিরাই বরাবর আবেদন করলে ০৬.০৯.২০২৪ ইং তারিখে অধ্যক্ষের নেতৃত্বাধীন স্থানীয় কিছু সন্ত্রাসী ফজলে রাব্বি ও তার সঙ্গীয় লোক জনের উপর চড়াও হয়। এতে সরকারী কর্মকর্তা জাহির মিয়া তালুকদারের গাড়ি ভাংচুর করা হয় এবং অধ্যক্ষের লোকজনের আঘাতে গুরুতর আহত আব্দুল আহাদ, ছুরুক মিয়া ও সুরুজ্জামান তপুকে ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। এ নিয়ে দিরাই থানায় একটি এজাহার দায়ের করেছেন জনাব ফজলে রাব্বী। খোজ নিয়ে জানা যায়, এ হামলায় অধ্যক্ষ নেতৃত্ব দিলেও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল মিয়া, বিএনপি নেতা শাবান মিয়া ও অধ্যক্ষের ঘনিস্ট কয়েকজন আবাসিক শিক্ষার্থী হামলায় অংশগ্রহন করেন। এ ঘটনায় অধ্যক্ষের সাথে যোগাযোগ করা হলে তার ব্যাবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

অধ্যক্ষের এহেন সন্ত্রাসী কান্ডে আতংকে আছেন স্থানীয় মানুষজন ও কলেজের শিক্ষার্থীরা। নারী কেলেংকারী ও কলেজের অর্থ আত্মসাতের মত ঘটনায় প্রমাণিত হওয়ার পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে বহিস্কার এর আদেশ থাকা সত্ত্বেও তাকে কেন বহিষ্কার করা হচ্ছে না এই জন্য তারা উদ্বিগ্ন। এমতাবস্থায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও অন্তর্বর্তীকালীন সরকারের নিকট এই নারিলিপ্সু, সন্ত্রাসী ও দুর্নীতিবাজ অধ্যক্ষ ন্রিপেন্দ্র চন্দ্র দাশ তালুকদারকে অবিলম্বে বহিষ্কার করত তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করে কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য অনুরোধ জানিয়েছেন স্থানীয় জনগন ও কলেজের শিক্ষার্থীরা।

এম জি

শেয়ার