Top

ড. ইউনূসের প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন প্রকাশ

২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১০:১৫ পূর্বাহ্ণ
ড. ইউনূসের প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন প্রকাশ

নিউইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও সরকারে প্রধান ‍উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত।

জাতিসংঘ মহাসচিব স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সদরদপ্তরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ সমর্থন ব্যক্ত করেন।

জাতিসংঘের আবাসিক টিম আপনাকে (ড. মুহাম্মদ ইউনূস) সহায়তা করতে চায় উল্লেখ করে অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘সদ্য গৃহীত জাতিসংঘের ‘প্যাক্ট অব দ্য ফিউচার’ বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর প্রণোদনামূলক অর্থায়ন দেশটির জন্য বিশেষ সহায়ক হবে।’

বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করে গুতেরেস বলেন, ‘তারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এসময় জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার আন্দোলনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এ আন্দোলন শেখ হাসিনার নির্মম স্বৈরাচারের অবসান ঘটায়। আমি এখানে উপস্থিত হতে পেরেছি কারণ তরুণরা নতুন বাংলাদেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে।’

বৈঠকে জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের ১৭ কোটি মানুষের ওপর এর প্রভাব, রোহিঙ্গা সংকট এবং জুলাই-আগস্টের আন্দোলনের সময় সংঘটিত নৃশংসতার তদন্তে জাতিসংঘের নেতৃত্বাধীন অনুসন্ধান মিশনের বিষয়ে আলোচনা হয়।

এনজে

শেয়ার