Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

সাদা চুল কালো হবে আলুতে!

১৫ মার্চ, ২০২১ ৭:২০ অপরাহ্ণ
সাদা চুল কালো হবে আলুতে!

অল্প বয়সে অনেকেরই চুল সাদা হয়ে যায়। তারা আয়নায় দাঁড়িয়ে প্রথমেই মন খারাপ করে মাথার কালো চুলগুলো দেখে।

আবার বন্ধুরা যখন এই সাদা চুল নিয়ে মজা করে, কষ্ট যেন আরও বেড়ে যায়।
অনেকেই চুল কালো করতে বেছে নেন বাজারের কেনা রং, এই রং ব্যবহারে চুলের স্বাস্থ্য খারাপ হয়ে যায়। আরও দ্রুত সব চুল পেকে যায়। আর একবার রং করার পর সাত থেকে ১০ দিনেই সাদা চুল বের হয়, ফলে আবারও চুলে রং দিতে হয়।
এতো ঝামেলা থেকে রক্ষা পেতে বেছে নিন, প্রাকৃতিক উপায়। খুব সাধারণ আলু দিয়েই ফেরানো সম্ভব চুলের কালো রং। কীভাবে? জেনে নিন:
প্যানে এক কাপ আলুর খোসা দিন। তারপর দু’কাপ পানি নিন। আঁচ বাড়িয়ে ২০ থেকে ৩০ মিনিট ফুটতে দিন। এরপর নামিয়ে ঠাণ্ডা করে ছেকে শ্যাম্পুর বোতলে ঢেলে নিন।

এবার ময়েশ্চারাইজিং শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ডাই চুলে দিন। এরপর তোয়ালে দিয়ে পেঁচিয়ে রাখুন। ১৫ মিনিট পর চুল থেকে তোয়ালে সরিয়ে, চুল শুকিয়ে নিন। এই ডাই এক সপ্তাহ ব্যবহার করলেই দেখবেন সাদা চুলগুলো কালো হতে শুরু করেছে।

শেয়ার