Top

ঢাকা কলেজে জিপিএ-৫ পেয়েছেন ৯৬৬ জন, পাসের হার ৯৯.৮১ শতাংশ

১৫ অক্টোবর, ২০২৪ ২:১৫ অপরাহ্ণ
ঢাকা কলেজে জিপিএ-৫ পেয়েছেন ৯৬৬ জন, পাসের হার ৯৯.৮১ শতাংশ

ঢাকা কলেজ প্রতিনিধি:  রাজধানীর ঢাকা কলেজে এইচএসসি পরীক্ষা-২০২৪ এ অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৯৬৬ জন শিক্ষার্থী। আর পাসের হার ৯৯.৮১ শতাংশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক এ কে এম  ইলিয়াস।

ঢাকা কলেজ থেকে এবার মোট ১ হাজার ৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। এর মধ্যে ১ হাজার ৫০ জন শিক্ষার্থী পুরো পরীক্ষায় অংশ করেছেন। পাস করেছেন ১ হাজার ৪৮ জন। সেই হিসেবে পাসের হার ৯৯.৮১ শতাংশ।

জানা যায় , বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন ৮০৮ জন, ফেল করেছেন ৪ জন এবং জিপি ৫ পেয়েছেন ৭৯১ জন।

মানবিক বিভাগ থেকে পাশ করেছেন, মানবিক বিভাগ থেকে পাস করেছেন ১১৪ জন, ফেল করেছেন ১জন   জিপিএ-৫ পেয়েছেন ৭৫ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাস করেছেন ১২৬ জন। এবং জিপি-৫ পেয়েছেন ১০০ জন।

ফলের ব্যাপারে তাৎক্ষণিকভাবে সন্তোষ প্রকাশ করে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, অন্য বারের তুলনায় এবারের রেজাল্টে আমি সন্তুষ্ট কিন্তু এটা মূলত আমাদের শিক্ষার্থীদের জন্য প্রথম ধাপ। এরপরে তারা ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হবে এবং পরবর্তীতে দেশ সংস্কারের কাজ করবে এটাই আমার প্রত্যাশা। তবে পরবর্তীতে আরো ভালো করতে আমি পরামর্শ চাই।

ফলাফলের দিক থেকে লক্ষ্য করা যায়, ঢাকার কলেজ গুলোর মধ্যে থেকে পাশের হার এবং জিপিএ -৫ এর দিক থেকে এগিয়ে আছে ঢাকা কলেজ।

যেভাবে জানা যাবে ফল

বেলা ১১টায় পর স্ব স্ব কলেজ ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে একযোগে পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার শিক্ষার্থীরা কলেজে না গিয়ে ঘরে বসেই ফল দেখতে পারবে। ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে শিক্ষার্থীকে প্রথমে www.educationboardresults.gov.bd  এ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

সেখানে থাকা ফলাফল অপশনে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই শিক্ষার্থী তার রেজাল্ট শিট দেখতে পারবে। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে www.dhakaeducationboard.gov.bd রেজাল্ট ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এছাড়া এসএমএসের মাধ্যমে ফল পেতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে এইচএসসি (HSC) লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখতে হবে। এরপর ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। ফিরতি ম্যাসেজে ফল পাওয়া যাবে।

ঢাকা বোর্ডের একজন পরীক্ষার্থীকে HSC DHA 123456 2023 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। সঙ্গে সঙ্গেই ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৩ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে (যেমন HSC Dha 123456 2022 send to 16222)। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।

আলিমের ফল পেতে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৩ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। কারিগরি বোর্ডের ক্ষেত্রে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৩ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

এনজে

শেয়ার