Top

সংশোধিত এমপিও নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ে

১৬ মার্চ, ২০২১ ১:৫৯ অপরাহ্ণ
সংশোধিত এমপিও নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ে

সংশোধিত এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর খসড়া অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থ থেকে নীতিমালার খসড়াটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষামন্ত্রীর অনুমোদনের পর নীতিমালাটি জারি করা হবে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সংশোধিত নীতিমালাটির চূড়ান্ত খসড়া অনুমোদনের পর তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়। কিছু নির্দেশনাও দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এরপর সংযোজন-বিয়োজন করে মন্ত্রীর জন্য রাখা হয়েছে। শিক্ষামন্ত্রীর অনুমোদনের পর তা জারি করা হতে পারে।

শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে নীতিমালার পরিবর্তনগুলো তুলে ধরবেন। শিগগিরই এ নীতিমালা জারি করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এদিকে অনার্স-মাস্টার্স শিক্ষকদের নিয়োগ, কলেজ ও বিষয় অনুমোদনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতামত ও তথ্য-উপাত্তে সন্তুষ্ট নয় শিক্ষা মন্ত্রণালয়। যে কারণে আপাতত অনার্স শিক্ষকদের এমপিওভুক্তির সুযোগ নেই বলে জানা গেছে।

শেয়ার