অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নেওয়ার পর রক্ত জমাট বাঁধে, এমন অভিযোগে ইউরোপের ১১টি দেশ ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করে দিয়েছে।
বিবিসি জানায়, মঙ্গলবার (১৬ মার্চ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ভ্যাকসিন সুরক্ষা বিশেষজ্ঞরা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়ে পর্যালোচনা করতে একটি বৈঠকে বসতে যাচ্ছেন।
ইউরোপে অক্সফোর্ডের ভ্যাকসিন নেওয়া কিছু মানুষের শরীরে রক্ত জমাট বাঁধার খবর পাওয়ার পর ভ্যাকসিনটির পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্যের প্রায় ১ কোটি ৭০ লাখ মানুষের শরীরে অক্সফোর্ডের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪০ জনের রক্ত জমাট বেঁধেছে বলে জানা গেছে। ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ায় এ ঘটনা ঘটে থাকতে পারে, এমন অভিযোগে জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেনসহ ইউরোপের ১১টি দেশ এ ভ্যাকসিন দেওয়া স্থগিত করে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দেওয়া অব্যাহত রাখা হবে কি না, মঙ্গলবার ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সিও (ইএমএ) এ বিষয়ে একটি বৈঠক করতে যাচ্ছে।
অন্যদিকে, বেলজিয়াম, পোল্যান্ড, চেক রিপাবলিক এবং ইউক্রেন জানিয়েছে, তারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দেওয়া অব্যাহত রাখবে।