Top
সর্বশেষ

বাজার মূলধন কমেছে ৫ হাজার কোটি টাকা

১৯ অক্টোবর, ২০২৪ ১:০৩ অপরাহ্ণ
বাজার মূলধন কমেছে ৫ হাজার কোটি টাকা
পুঁজিবাজার ডেস্ক :

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে কমেছে বাজার মূলধন ও টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৪ হাজার ৪১৬ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৬৯ হাজার ১৬৬ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৫ হাজার ২৫০ কোটি টাকা বা ০.৭৮ শতাংশ।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ১৯৪ কোটি ৭০ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৭২ কোটি ২ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৬৬ কোটি ৭২ লাখ  টাকা।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ১৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৭৪ পয়েন্টে এবং ১ হাজার ৯৩০ পয়েন্টে।

সপ্তাহটিতে ডিএসইতে ৩৯৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪ টির , দর কমেছে ৩৪৫ টির এবং ১৭টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

 

এসকেএস

শেয়ার