Top

লক্ষ্মীপুরে বন্যা পরবর্তী পুনর্বাসনের লক্ষ্যে টিন বিতরণ

১৯ অক্টোবর, ২০২৪ ৯:০১ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে বন্যা পরবর্তী পুনর্বাসনের লক্ষ্যে টিন বিতরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য অসহায় হতদরিদ্রদের মাঝে শাহ ওয়ালি উল্লাহ ইসলামিক সেন্টারের উদ্যোগে টিন বিতরণ করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারি বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ রেজাউল করিম।

জানা গেছে, শাহ ওয়ালি উল্লাহ ইসলামিক সেন্টার যাত্রা শুরুর পর থেকে দেশের বিভিন্ন দুর্যোগে সহযোগিতা নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছে। এবারো বন্যায় লক্ষ্মীপুরসহ অন্যান্য অঞ্চলের বানভাসিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। বন্যা পরবর্তী পুনর্বাসনের লক্ষ্যে জেলার চন্দ্রগঞ্জ থানাধীন ৭২৯ টি পরিবারের মাঝে ১ বান্ডিল করে টিন উপহার দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমীর মাস্টার মোস্তফা মোল্লা, নায়েবে আমীর মাওলানা নুর মোহাম্মদ রাসেল, সেক্রেটারী এড. রেজাউল ইসলাম খান সুমন, মান্দারি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ কাউছার হামিদ সহ অন্যান্য অতিথিবৃন্দ।

এম জি

শেয়ার