ডিমের দাম ভোক্তাদের নাগালের মধ্যে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা টাস্ক ফোর্স। পৌরসভার টাউন বাজারে প্রতিটি ডিম ১০ টাকা ৫০ পয়সায় বিক্রি করা হচ্ছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ^াস জানান,সরাসরি খামারীদের কাছ থেকে ডিম সংগ্রহ করা হচ্ছে। ব্যাগ ও বহন খরচ যোগ করে প্রতিটি ডিম সাড়ে ১০ টাকায় বিক্রি করা হচ্ছে। কোনো লাভ করা হচ্ছেনা। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম কমাতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
কাটিয়া এলাকার ডিম ক্রেতা আরিফুল ইসলাম জানান,‘‘ সুলতানপুর বড় বাজারে ডিমের দাম হালি প্রতি ৬০ টাকা। অথচ টাউন বাজার থেকে সরকারি উদ্যোগে প্রতি হালি ডিম কিনলাম ৪২ টাকায়। ’’
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসেন জানান,‘‘ এখন থেকে প্রতিদিন টাউন বাজারে ডিম বিক্রি করা হবে। আজ ১ হাজার ৫শ’ ডিম বিক্রি করা হয়েছে। একজন খামারীর কাছ থেকে আমরা ডিম কিনছি। তার কাছ থেকে প্রাপ্তি সাপেক্ষে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ’’