Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

ইবিতে কর্তৃপক্ষের অবহেলায় অনিশ্চয়তার মুখে শিক্ষার্থীর ছাত্রজীবন

৩০ অক্টোবর, ২০২৪ ২:০৮ অপরাহ্ণ
ইবিতে কর্তৃপক্ষের অবহেলায় অনিশ্চয়তার মুখে শিক্ষার্থীর ছাত্রজীবন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হন রুবেল হোসেন। দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের একটি কোর্সের পরীক্ষা দেয়ার পর বিভাগ থেকে তাকে জানানো হয়, তিনি প্রথম বর্ষে অনুত্তীর্ণ হয়েছেন। পরবর্তীতে আর পরীক্ষা দিতে পারেননি ওই শিক্ষার্থী। পরে বিভাগীয় একাডেমিক কমিটি তাকে পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত নেয়। কিন্তু ২০২২ সাল থেকে প্রশাসন ভবনে ধরনা দিলেও তাকে পুনঃভর্তি নেয়নি কর্তৃপক্ষ। সর্বশেষ হাইকোর্টের রিটের প্রেক্ষিতে তাকে পুনঃভর্তি নিতে নির্দেশনা দিলেও কর্ণপাত করেনি প্রশাসন।

জানা যায়, ২০২২ সালের মার্চ মাসে দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময় রুবেল জানতে পারেন তিনি প্রথম বর্ষে ফেল করেছেন। পরে ১৬ই মার্চ ২০১৯-২০ শিক্ষাবর্ষে পুনঃভর্তির জন্য বিভাগের কাছে আবেদন করেন তিনি। এক মাস পর তাকে পুনঃভর্তির সুপারিশ করে বিভাগীয় একাডেমিক কমিটি। এদিকে ইতোমধ্যে বিভাগটির ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে যায়। তবুও সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে তাকে ওই শিক্ষাবর্ষেই রাখার সুপারিশ করা হয় বিভাগ থেকে।

এ দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে আটকে যায় ওই শিক্ষার্থীর পুনঃভর্তির ফাইল। পরবর্তীতে তাকে আর পুনঃভর্তি নেয়নি একাডেমিক শাখা। পরের বছর ৩রা এপ্রিল বিভাগীয় একাডেমিক কমিটির সভায় তাকে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তির সুযোগ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সুপারিশ করা হলে সেবারও একাডেমিক শাখা থেকে ভর্তির সুযোগ দেওয়া হয়নি তাকে। পরে এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করেন তিনি। ২০২৩ সালের ২৫শে জুন হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ ও বশির উল্লাহ ওই শিক্ষার্থীকে ২০২১-২২ শিক্ষাবর্ষের পুনঃভর্তি করাতে নির্দেশনা দেন।

হাইকোর্টের নির্দেশনার পরও পুনঃভর্তি করানো হয়নি ওই শিক্ষার্থীকে। প্রশাসন ভবনে ঘোরাঘুরি করেও লাভ হয়নি তার। ইতোমধ্যে ওই শিক্ষার্থীর জীবন থেকে চার বছর ঝরে গেলেও পরবর্তীতে শিক্ষাজীবনে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে তার।

ভুক্তভোগী শিক্ষার্থী রুবেল হোসেন বলেন, আমি প্রথম বর্ষে অকৃতকার্য হয়েছিলাম কিন্তু তা জানতাম না। পরে দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়ায় আর আমি রেজাল্টও দেখিনি। কিন্তু পরবর্তী সেমিস্টারে পরীক্ষায় আমাকে বলা হয় আমি ফেল করেছি তাই আমাকে পুনঃভর্তি হতে হবে। এর পরে বছরের পর বছর বিভিন্ন দপ্তরে ঘুরেছি কিন্তু আমাকে আর ভর্তি নেয়নি। আমাকে প্রথমেই দ্বিতীয় বর্ষে ভর্তির সময়ে বিষয়টি জানালে আমি তখনি ভর্তি হতে পারতাম। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের নিকট আমার শিক্ষাজীবন ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ বলেন, প্রথম বর্ষে অনুত্তীর্ণ হওয়া সত্ত্বেও দ্বিতীয় বর্ষের ফরম ফিলাপের সময় তার অনুত্তীর্ণ হওয়ার বিষয়টি খেয়াল না করে তাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়, যেটা ঠিক হয়নি। এ ঘটনার দায় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর স্বীকার করছে। তবে বিভাগ থেকে যেহুতু ফরম নেয়া হয় সেক্ষেত্রে বিভাগেরও দায় রয়েছে।

বিভাগটির সভাপতি সহযোগী অধ্যাপক ড. সঞ্জয় কুমার সরকার বলেন, অসচেতনতার কারণে সে প্রথম বর্ষের ফলাফল না দেখেই দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে। পরবর্তীতে সে যখন বিষয়টি জানতে পারে আমরা তাকে পুনঃভর্তি হতে বলি। তার পুনঃভর্তির বিষয়ে বিভাগ থেকে যত ধরনের সুপারিশ ও সহযোগিতা দরকার আমরা তাকে করেছি। কিন্তু পরবর্তীতে কেনো যে আর ভর্তি হতে পারেনি সে! এখন বর্তমান ভিসি তার প্রতি সদয় হয়ে পুনঃভর্তির সুযোগ দিলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

এনজে

শেয়ার