Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আটক ২

৩০ অক্টোবর, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ
টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আটক ২

গাজীপুর প্রতিনিধি: টঙ্গীর মাছিমপুর এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের আক্রমনে পোশাক শ্রমিক জাফর উল্লাহ (৪২) নিহত হয়েছে। এলাকাবাসী ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গী পূর্ব থানা পুলিশ এই তথ্য জানায়। আটক ছিনতাইকারীদের মধ্যে শাহীন (২২) ও রাকিব (২৪) পুলিশ গ্রেফতার করেছে।

নিহত জাফর উল্লাহ ফেনী সদর থানার করোচিয়া গ্রামের মৃত করিম উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর ফায়ার সাভিসের সামনের রাস্তায় একদল ছিনতাইকারী পথচারী জাফর উল্লাহকে ছিনতাইয়ের উদ্দেশ্যে ছুড়িকাঘাত করে গলায় ও থুতনির নিচে গুরুতর জখম করে। তার চিৎকারে স্থানীয় লোকজন তাকে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় জাফর উল্লাহ মারা যায়।

নিহতের ভাই আমান উল্লাহ জানান, নিহত জাফর উল্লাহ ঢাকার নন্দিপাড়া এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতো। টঙ্গীতে এক আত্মীয়ের কাছে এসে ছিনতাইয়ের কবলে পরে সে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এনজে

শেয়ার