Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থোৎসব শুরু বৃহস্পতিবার

৩০ অক্টোবর, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থোৎসব শুরু বৃহস্পতিবার
শেরপুর প্রতনিধি :

শেরপুরের গারো পাহাড়ে প্রতিবছর অক্টোবর মাসের শেষ বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হয় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থোৎসব। জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার বারোমারী পাহাড়ে সাধু লিওর ধর্মপল্লিতে অনুষ্ঠিত তীর্থোৎসবটি খ্রীষ্টান রোমান ক্যাথলিক সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান হলেও সব খ্রীষ্টান ধর্মের বিশ্বাসীরাই এখানে অংশ নেন।

এই উৎসবকে সামনে রেখে বৃহত্তর ময়মনসিংহের খ্রিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মাঝে উচ্ছ্বাস বইছে। দেশি বিদেশি হাজার হাজার পুণ্যার্থীর অংশগ্রহণে এই উৎসব উপলক্ষ্যে তীর্থস্থানটি বর্ণিল সাজে সাজানো হয়েছে।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা ধর্ম মহাপ্রদেশের সহকারী বিশপ সুব্রত গমেজ।

উল্লেখ্য ১৯৪২ খ্রিষ্টাব্দে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বারমারীতে প্রায় ৪২ একর উঁচু পাহাড়ি ভূমিতে প্রতিষ্ঠা হয় বারমারী ধর্মপল্লীটি।

এই স্থানটি খ্রিষ্ট ভক্তদের জন্য একটি ধর্মীয় পবিত্র স্থান। ১৯৯৮ খ্রিষ্টাব্দ থেকে এখানে ফাতেমা রানীর তীর্থ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছর অক্টোবরের শেষ বৃহস্পতি ও শুক্রবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই তীর্থ উৎসব অনুষ্ঠিত হয়। দেশবিদেশের পুণ্যার্থী সহ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় লাখো মানুষের আগমন ঘটে এই তীর্থোৎসবে।

তীর্থোৎসবের সমন্বয়কারী রেভারেন্ট ফাদার তরুণ বনোয়ারি বলেন, বারোমারী পাহাড়ে অবস্থিত সাধু লিওর ধর্মপল্লী একটি ঐতিহাসিক তীর্থভূমি। দেশি-বিদেশি হাজার হাজার খ্রিষ্টান ধর্মাবলম্বী মানুষ ধর্মীয় চেতনায় ফাতেমা রানীর তীর্থোৎসবে অংশগ্রহণ করেন। তীর্থোৎসবকে ঘিরে প্রতিবছরের ন্যায় এবারও নিরাপত্তার জন্য প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দিচ্ছেন।

জানা গেছে তীর্থোৎসবে ৩০০ এপিবিএন পুলিশসহ জেলার আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। উৎসব চলাকালে পুরো ধর্মপল্লী ও আশপাশের এলাকা কঠোর গোয়েন্দা নজরদারিতে থাকবে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার দিদারুল ইসলাম।

এম জি

শেয়ার