Top
সর্বশেষ

দুই মোটরসাইকেলের সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ৩

৩১ অক্টোবর, ২০২৪ ৯:৫৯ পূর্বাহ্ণ
দুই মোটরসাইকেলের সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ৩

শেরপুর প্রতিনিধি: শেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসি বেগম (৩২) নামে ২ সন্তানের জননী নিহত হয়েছেন।ওই ঘটনায় আহত হয়েছে আরও ৩জন।বুধবার (৩০অক্টোবর) বিকেলে শেরপুর টু ঝিনাইগাতী মহাসড়কের নৌহাটা এলাকার পৌর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাঁসি বেগম ঝিনাইগাতী উপজেলার দরি কালিনগর এলাকার মোখলেছুর রহমানের স্ত্রী ও দুই সন্তানের জননী।

স্থানীয়রা জানান, বিকেলে শেরপুর ঝিনাইগাতী মহাসড়কের পৌর কবরস্থানের সামনে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে মোটরসাইকেলে থাকা এক নারী ছিটকে পরে গিয়ে বিপরীতদিক থেকে আসা এক ট্রলির নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় মোটরসাইকেলের ২ চালক ও ১ শিশু। পরে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান।

এনজে

শেয়ার