Top

‘কিশোর অপরাধ নির্মূলে পরিবার ও সমাজের ভূমিকা রাখতে হবে’

৩১ অক্টোবর, ২০২৪ ৬:৩৩ অপরাহ্ণ
‘কিশোর অপরাধ নির্মূলে পরিবার ও সমাজের ভূমিকা রাখতে হবে’
চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর সদর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত বলেছেন, সাম্পতিক সময়ের এক ভয়াবহ সমস্যা হলো কিশোর অপরাধ। কিশোর অপরাধ নির্মূলে পরিবার ও সমাজের অগ্রণী ভূমিকা রাখতে হবে’ কিশোর অপরাধ দমনে চাঁদপুর আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। সবার সহযোগিতায় কিশোর গ্যাং রোধ করতে হবে। কারণ, কিশোরদের যে বয়স, সে বয়সে অপরাধ যেন না করতে পারে সেজন্য আমাদের ভূমিকা রাখতে হবে। তাদের বুঝিয়ে নিয়ন্ত্রণে রাখাই সবার দায়িত্ব।

বুধবার (৩০ অক্টোবর) সদর উপজেলা পরিষদ সভাকক্ষে চাঁদপুর সদর উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মা-বাবা যদি তার সন্তান সারাদিন কোথায় ছিল? কার কার সঙ্গে ছিল? কার সঙ্গে মেলামেশা করে এগুলো যদি মা-বাবারা সবসময় খেয়াল রাখেন তাহলে পরিবারের সন্তান বিপদে যেতে পারে না, কোনো সন্তান অপরাধ করতে পারে না। পরিবারের সন্তান ভালো ভূমিকায় অবতীর্ণ হলে শুধু পরিবারে শান্তি বিরাজ করে না, এলাকায়ও শান্তি-শৃঙ্খলা বিরাজ করে। তখন তারা দেশের সম্পদে পরিণত হয়। তাই এলাকায় কিশোর অপরাধ মুক্ত করতে পরিবার ও সমাজের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সাখাওয়াত জামিল সৈকত বলেন, যেখানে অপরাধ হওয়ার আশংকা থাকে, সে বিষয়গুলো সাথে সাথে প্রশাসনকে জানলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। চাঁদপুর শহর যানজটে নাকাল, দিন দিন চাঁদপুরে যানজট বৃদ্ধি পাচ্ছে। যানজট নিরসনে পুলিশ বিভাগ কাজ করছে।

তিনি আরও বলেন, গ্রামীণ অবকাঠামোর জন্য টিআর-কাবিখার কাজগুলো যাতে সঠিকভাবে হয় সেদিকে নজর রাখতে হবে। কোনো বিষয়ে অনিয়ম হয়ে থাকলে খতিয়ে দেখা হবে।

সভায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান।

সদর উপজেলা প্রকৌশলীর প্রতিনিধি আইয়ুব খান, উপজেলা কৃষি অফিসার তখন রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজন কুমার দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মকবুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার ভব রঞ্জন দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুমন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জামাল উদ্দিন, দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মনির হোসেন, উপজেলা আইসিটি অফিসার মোঃ শাহাজান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুর রহমান, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মেহেদী হাসান মামুন, বিএডিসি উপ সহকারী প্রকৌশলী মাহবুব আলম, চাঁদপুর সদর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মালিক মোহাম্মদ ইয়াহিয়া, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শেখ মোঃ হারুনুর রশিদ হীরা, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জিল্লুর রহমান, ৯ নং বালিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা আক্তারসহ বিভাগীয় কর্মকর্তাবৃন্দ ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এম জি

শেয়ার