Top

শেরপুরে অর্থের বিনিময়ে কমিটি গঠনের প্রতিবাদে জাপার একাংশের প্রতিবাদ সভা

৩১ অক্টোবর, ২০২৪ ৬:৩৫ অপরাহ্ণ
শেরপুরে অর্থের বিনিময়ে কমিটি গঠনের প্রতিবাদে জাপার একাংশের প্রতিবাদ সভা
শেরপুর প্রতিনিধি :

শেরপুরে মোটা অংকের অর্থের বিনিময়ে জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির গঠন করার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে শহরের নতুন বাজারস্থ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জাতীয় পার্টির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ ইলিয়াস উদ্দিন এ প্রতিবাদ সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সভায় প্রধান অতিথি জেলা জাপার সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ ইলিয়াস উদ্দিন তার বক্তব্যে বলেন, কেন্দ্র ৪ কোটি টাকার বিনিময়ে শেরপুরে অবাঞ্ছিত মাহমুদুল হক মনিকে আহ্বায়ক করে ৩১ সদস্যের যে কমিটি দেয়া হয়েছে তা শেরপুরের জাতীয় পার্টির নেতা-কর্মী ও সাধারণ মানুষ মেনে নেয়নি। আগামী ৭ দিনের মধ্যে এই আহবায়ক কমিটি প্রত্যাহার করা না হলে জেলার সকল জাতীয় পার্টির নেতা-কর্মীরা গণহারে পদত্যাগ করবে। সেই সাথে নতুন আহবায়ক মাহমুদুল হক মনিকে অবাঞ্চিত ঘোষণা করা হলো।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক সাক্ষরিত জাতীয় পার্টির প্যাডে মাহমুদুল হক মনিকে আহ্বায়ক এবং এসএম আশরাফ আলীকে সদস্য সচিব করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়। যা জেলা জাতীয় পার্টির জেলা, সদর উপজেলা এবং ইউনিয়ন কমিটির সভাপতি সম্পাদকসহ কোন নেতাকর্মীকে জানানো হয়নি বলে প্রতিবাদ সভায় নেতৃবৃন্দরা অভিযোগ করেন।

এদিকে অর্থের বিনিময়ে কমিটি নিয়ে আসার বিষয়ে আহ্বায়ক মাহমুদুল হক মনি বলেন, জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ ইলিয়াস উদ্দিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছরের ২৭ ডিসেম্বর বহিষ্কার করেছেন। পরবর্তীতে দীর্ঘ প্রায় এক বছরেও তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আনতে পারেননি। তিনি শুধু জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা রয়েছেন, জেলা কমিটির সাথে তার কোন সম্পৃক্ততা নেই। এছাড়া অর্থের বিনিময়ের কমিটি আনার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। ৪ কোটি তো দূরের কথা ৪ টাকাও খরচ করতে হয়নি এই কমিটি আনার ক্ষেত্রে। কেন্দ্রের সিদ্ধান্তেই এই কমিটি দেওয়া হয়েছে।

সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম হেলাল এর সঞ্চালনায় সদর উপজেলা জাপার সভাপতি মোঃ মোখলেছুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যানের মধ্যে সদর উপজেলা জাপার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতর আলী, কাজী শাহনেওয়াজ শাহীন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মোঃ আবু সাঈদ খোকনসহ, শেরপুর সদর উপজেলার ১৪ ইউনিয়নে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

এম জি

শেয়ার