Top

বাগেরহাটে লিঙ্গ ভিত্তিক সহিংসতা রোধে এ্যাডভোকেসি সভা

৩১ অক্টোবর, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ
বাগেরহাটে লিঙ্গ ভিত্তিক সহিংসতা রোধে এ্যাডভোকেসি সভা
বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের রামপালে যৌন হয়রানি এবং লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়

এ সময় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা (উদ্ভিদ সংরক্ষাণ) মো. মহিউদ্দিন গাজী, সমাজসেবা দপ্তরের প্রতিনিধি ভারতী রানী অধিকারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রতিনিধি মো. রবিউল ইসলাম, বাঁধন মানব উন্নয়ন সংস্থার প্রকল্প (এফরটি) পরিচালক সোহাগ হাওলাদার, প্রকল্প কর্মকর্তা সানি জুবায়ের, এএফসিআরজে’র সভাপতি মাহাফুজ ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ যুব উন্নয়ন সংস্থা রামপালের বিভিন্ন যুব সংগঠনের যুব ও যুবারা উপস্থিত ছিলেন।

এম জি

শেয়ার