জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্র সংস্কারের ৭ দফা বাস্তবায়নের দাবিতে রংপুরে সমাবেশ করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। রংপুর প্রেসক্লাব চত্বরে আজ শুক্রবার সন্ধ্যায় এ সমাবেশের আয়োজন করা হয়। আগামী তিন মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের রূপরেখা ঘোষণা না করলে ‘সংস্কার মঞ্চ’ গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় ও জেলার নেতারা।
রাষ্ট্র সংস্কার আন্দোলন জেলা কমিটির উদ্যোগে ‘রংপুর বিভাগীয় রাষ্ট্র সংস্কার সমাবেশ’ শীর্ষক এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম।
সমাবেশে হাসনাত কাইয়ূম বলেন, বাংলাদেশে আগামীতে যারা সরকারে আসবে, তারা যাতে স্বৈরাচারী শাসন চালাতে না পারে সে জন্য বাংলাদেশের সংবিধান ও সরকারকাঠামো সংস্কার করতে হবে। দেশে আর দখলবাজির রাজনীতি ও ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না।
হাসনাত কাইয়ূম ১৫ বছরের স্বৈরশাসনকে হটাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদসহ জীবন উৎসর্গকারী অন্য ছাত্র–জনতাকে স্মরণ করে বলেন, ‘আমাদের সন্তান আবু সাঈদরা যে বৈষম্যবিরোধী বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না।’
সমাবেশে বক্তারা রাষ্ট্র সংস্কার করার আগেই কয়েকটি রাজনৈতিক দলের নির্বাচন দাবি করার সমালোচনা করেন। এ ছাড়া রংপুর বিভাগে আঞ্চলিক বৈষম্যের অবসান ও তিস্তা নদীর পানির ন্যায্য দাবি জানান।
সমাবেশে লেখক ও সংগঠক নাহিদ হাসান বলেন, বর্তমান সংবিধানে সরকার জবাবদিহির ঊর্ধ্বে। তাই সংবিধানে ক্ষমতার ভারসাম্য করে সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। তিনি সংবিধান সংস্কারের আগে গণপরিষদ নির্বাচনের দাবি জানান, যাতে আগামী দিনে কোনো সরকার ওই সংবিধান পরিবর্তন করতে না পারে।
রাষ্ট্র সংস্কার আন্দোলন রংপুর জেলা কমিটির সমন্বয়ক চিনু কবিরের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, কেন্দ্রীয় ন্যায়পাল রায়হান কবীর, কেন্দ্রীয় কমিটির সদস্য কনক রহমান, সামিউল আলম, ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক সাধনা মহল, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের সমন্বয়ক মাশরুর রাতুল, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের সভাপতি আহমেদ ইহসাক প্রমুখ বক্তব্য দেন।
এনজে