মহামারী করোনার প্রকোপ বাড়লেও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকলে পুঁজিবাজারের লেনদেন চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বৃহস্পতিবার (১৮ মার্চ ) এ তথ্য নিশ্চিত করেছেন ।
রেজাউল করিম জানান, ‘কমিশন পুঁজিবাজারে লেনদেন বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। বন্ধের কোনো পরিকল্পনাও নেই।’ গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলমের সভাপতিত্বে জরুরি সভায় মোট ১২টি প্রস্তাব গৃহীত হয়। সেগুলো মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ সচিবকে পাঠানো হয়েছে।
তবে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, লকডাউনের মতো সিদ্ধান্তে যাচ্ছেন না তারা। সরকার স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নিলেও অধিদপ্তর ভাবছে উলটো কথা। তারা যেসব প্রতিষ্ঠান খোলা আছে, সেগুলোও এখন বন্ধ করে দেয়ার পক্ষে। এমন অবস্থায় আবারও পুঁজিবাজার বন্ধের আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা।
তারা নতুন বিনিয়োগ না করে বিনিয়োগ তুলে নেয়ার চিন্তাভাবনার কথা জানান। পুঁজিবাজারে বিনিয়োগকারী ইয়াসিন বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নতুন করে লকডাউন দেয়ার কথা বলা হচ্ছে। করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে পুঁজিবাজারে আলোচনা হচ্ছে, লেনদেনও বন্ধ করে দেয়া হবে।’
বন্ধ থাকবে কী না এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন,‘এ ধরনের গুজব আমাদের কাছেও এসেছে। তবে কমিশন এখন পুঁজিবাজারে লেনদেন বন্ধের বিষেয় কোনো সিদ্ধান্ত নেয়নি।
বন্ধের কোনো পরিকল্পনাও নেই।’ তিনি জানান, যত দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন চলবে তত দিন পুঁজিবাজারের লেনদেন হবে। এখানে গুজবে পড়ে লেনদেন না করা বা বিনিয়োগ না করার কোনো কারণ নেই।