Top

আবাসিক সিট বণ্টনে শৃঙ্খলা আনতে কুবিতে ১৬টি নির্দেশনা

০৫ নভেম্বর, ২০২৪ ৩:৪৬ অপরাহ্ণ
আবাসিক সিট বণ্টনে শৃঙ্খলা আনতে কুবিতে ১৬টি নির্দেশনা
কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলোর শূন্য আসনের বিপরীতে সিট বরাদ্দের জন্য ১৬টি নীতিমালা ঘোষণা করেছে প্রভোস্ট কমিটি। নীতিমালায় মেধা ও চাহিদার ভিত্তিতে সিট বণ্টনের পাশাপাশি ব্যাচ অনুযায়ী আসন বরাদ্দেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ৬ সদস্য বিশিষ্ট প্রভোস্ট কমিটির স্বাক্ষরিত নীতিমালাটি গতকাল (৫ নভেম্বর) প্রকাশিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীর জন্য আসন বরাদ্দে বিশেষ নিয়মাবলী এবং শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত নির্দেশনাও উল্লেখ করা হয়েছে।

সিট বরাদ্দে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা মোট শূন্য আসনের ৪০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় বর্ষে ২০ শতাংশ, তৃতীয় বর্ষে ১৫ শতাংশ, চতুর্থ বর্ষে ১০ শতাংশ, এবং মাস্টার্স পর্যায়ে ৫ শতাংশ সিট বরাদ্দ দেওয়া হবে। এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, খেলোয়াড় কোটায় ভর্তিকৃত এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ১০ শতাংশ সিট বরাদ্দ রাখা হয়েছে, যাতে সবাই আবাসিক সুবিধা পাওয়ার সুযোগ পায়।

নীতিমালায় আরও বলা হয়েছে, শুধুমাত্র সংযুক্ত নিয়মিত শিক্ষার্থীরা আবাসিকতার জন্য আবেদন করতে পারবে। তবে পিএইচডি, এমফিল বা সমমানের ডিগ্রি, প্রফেশনাল মাস্টার্স, ইভিনিং বা উইকেন্ড মাস্টার্স, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সের শিক্ষার্থীদের জন্য আবাসিক সিট বরাদ্দ করা হবে না। শিক্ষার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে এবং বিভাগীয় প্রধানের সুপারিশসহ হল অফিসে জমা দিতে হবে। শূন্য আসনের বিপরীতে মেধা ও চাহিদার ভিত্তিতে আসন বরাদ্দ নিয়মিত করা হবে এবং হল কর্তৃপক্ষ সাক্ষাৎকারের মাধ্যমে উপযুক্ত শিক্ষার্থী নির্বাচন করবেন।

বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীকে হল কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে আবাসন ফি ও অন্যান্য ফি জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ে ফি প্রদান না করলে তার আবাসিকতা বাতিল হবে। এছাড়া, বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থী হল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনোভাবেই কক্ষ বা সিট পরিবর্তন করতে পারবে না। শৃঙ্খলা ভঙ্গকারী বা মাদকাসক্ত প্রমাণিত শিক্ষার্থীর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা শেষে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বাধ্য থাকবে।

বিশ্ববিদ্যালয়ের সেশন চলাকালীন কোনো শিক্ষার্থী যদি হল কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া একটানা ৩০ দিনের বেশি অনুপস্থিত থাকে তবে তার আবাসিকতা বাতিল করা হবে। মিথ্যা তথ্য দিয়ে সিট বরাদ্দ নিলে বা নিজের নামে বরাদ্দকৃত সিটে অন্য কেউ অবস্থান করলে এবং তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সিট বাতিল করা হবে। কোনো কারণবশত সিট বাতিল হলে ভবিষ্যতে সেই শিক্ষার্থী আর আবাসনের জন্য বিবেচিত হবে না।

সিট বরাদ্দ এবং শৃঙ্খলা সংক্রান্ত যেকোনো বিষয়ে হল কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। প্রভোস্ট কমিটির এই নীতিমালা প্রয়োজনে সংশোধন বা পরিমার্জনের সুযোগ রাখার কথাও বলা হয়েছে। এছাড়া, নীতিমালায় বর্ণিত কোনো সমস্যার সমাধান না পাওয়া গেলে, প্রভোস্ট কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করবে।

এনজে

শেয়ার