Top
সর্বশেষ
ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১৩৭০ জনের শনাক্ত ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের ৩ টি নতুন প্রোডাক্ট উদ্বোধন আরব আমিরাতকে পেছনে ফেলে রেমিট্যান্স আহরণে শীর্ষ উৎস যুক্তরাষ্ট্র আরও ৩০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল মাওলানা সাদকে দেশে আসতে দিলে সরকারকে পালাতে হবে সাবেক এমপি মেজর মান্নানের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা আয়নাঘরের চেয়েও ভয়াবহ ঘরের সন্ধান পাওয়া গেছে: গুম কমিশন প্রধান পিলখানা হত্যা মামলার পুনঃতদন্তে হাইকোর্টের রুল সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত হচ্ছে ইসলামি মহাসম্মেলন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকা তৃতীয়

আন্দোলন-অনশন : ইবির পাঁচ বিভাগের শ্রেণিকক্ষ বন্টন নিয়ে যে সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ

০৫ নভেম্বর, ২০২৪ ৯:৫২ অপরাহ্ণ
আন্দোলন-অনশন : ইবির পাঁচ বিভাগের শ্রেণিকক্ষ বন্টন নিয়ে যে সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রবীন্দ্র-নজরুল কলা ভবনে শ্রেণিকক্ষ বরাদ্দ নিয়ে অনশন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছে কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় অনুষদীয় ডিনের উপস্থিতিতে বিভাগীয় সভাপতিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সেখানে ৫টি বিভাগের শ্রেণিকক্ষ বন্টনের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরে এ বিষয় নিয়ে উপাচার্যের সঙ্গে ডিন এবং সভাপতিদের মতবিনিময় হয়। আগামী শনিবার থেকে প্রতিটি বিভাগ নিজ নিজ বরাদ্দকৃত শ্রেণিকক্ষে ক্লাস-পরীক্ষা শুরু করতে পারবে বলে মতবিনিময় সভার একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ভবনটির তৃতীয় তলায় আরবি ভাষা ও সাহিত্য এবং ফোকলোর স্টাডিজ, চতুর্থ তলায় চারুকলা ও ইসলামের ইতিহাস এবং পঞ্চম তলায় ডেভেলপমেন্ট স্টাডিজ ও ডিন অফিসের জন্য বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, আমরা উদ্ভূত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকল বিভাগের সভাপতিদের নিয়ে বসেছি। সেখানে বিষয়টির একটি সুষ্ঠু সমাধানের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এতে কোনো কোনো বিভাগের একটু ছাড় দিতে হয়েছে। আপাতত এই সিদ্ধান্ত সকল বিভাগ মেনে নিয়েছে।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, আমরা সকলে মিলে একটি শান্তিপূর্ণ ঐক্যমতে পৌঁছেছি। আগামী এক-দুইদিনের মধ্যে বিভাগগুলো নিজ নিজ কক্ষে স্থানান্তর হওয়া শুরু করবে।

বিএইচ

শেয়ার