শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় বক শিকার করতে গিয়ে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে আমির উদ্দিন (৩৫) নামের এক বক শিকারীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের দক্ষিণ কোন্নগর গ্রামের একটি ধানক্ষেতে ওই শিকারীর মরদেহ পাওয়া যায়। নিহত শিকারী আমির উদ্দিন পার্শ্ববর্তী নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের খারজান এলাকার বরকত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইঁদুর থেকে আমন ফসল রক্ষায় দক্ষিণ কোন্নগর গ্রামের কৃষক ফরহাদ আলী তার ক্ষেতে ইলেকট্রিক ফাদঁ তৈরি করে রাখেন। এদিকে গত রোববার (৩ নভেম্বর) বক শিকারের উদ্দেশ্য বাড়ি থেকে বের হন আমির উদ্দিন। এরপর তিনি আর বাড়ি ফিরে যাননি। ধারণা করা হচ্ছে, ফাঁদ পেতে বক শিকারের জন্য আমির উদ্দিন ওই ক্ষেতে ফাঁদ পাতার সময় অসাবধানতাবশত সেখানে তৈরি করে রাখা ইলেকট্রনিক ফাঁদে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি।
মঙ্গলবার সন্ধায় কৃষক ফরহাদ আলীর আমন ধান ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় তার পাশে পড়ে থাকা বক শিকারের সরঞ্জাম পাওয়া যায়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা আমির উদ্দিনের পরিচয় সনাক্ত করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাতে বাক শিকারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করে ময়নাতদন্তশেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনজে