Top
সর্বশেষ

ক্যাফেটেরিয়ার মান উন্নয়নে কঠোর হুঁশিয়ারি কুবি উপাচার্যের

০৬ নভেম্বর, ২০২৪ ২:৫৪ অপরাহ্ণ
ক্যাফেটেরিয়ার মান উন্নয়নে কঠোর হুঁশিয়ারি কুবি উপাচার্যের
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ক্যাফেটেরিয়ায় খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

বুধবার (৬ নভেম্বর) সকালে পূর্ব ঘোষণা ছাড়াই ক্যাফেটেরিয়ায় নাস্তা করতে এসে তিনি খাবারের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ক্যাফেটেরিয়ার পরিচালক মান্নু মজুমদারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “এক মাস সময় দিয়েও খাবারের মানের উন্নতি নেই। এখন মনে হচ্ছে আপনার বিদায়ের ঘণ্টা বেজে গেছে।”

এসময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান ও প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম। দীর্ঘদিন ধরে মান্নু মজুমদার ক্যাফেটেরিয়া পরিচালনার দায়িত্বে থাকলেও শিক্ষার্থী ও শিক্ষকদের অভিযোগ রয়েছে খাবারের মান নিয়ে। অভিযোগ করা হয় যে, পচা-বাসি খাবার, পোকা খাওয়া সবজি, অপরিচ্ছন্ন প্লেট ও নোংরা বোতলে পানি সরবরাহ করা হচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে উপাচার্য এক মাসের সময় দিয়ে খাবারের মান উন্নত করার নির্দেশনা দেন। তবে আকস্মিক পরিদর্শনে কোনো উন্নতি দেখতে না পেয়ে ক্যাফেটেরিয়া পরিচালকের প্রতি অসন্তোষ প্রকাশ করেন এবং সন্তোষজনক খাবার নিশ্চিত করতে না পারলে পদত্যাগের নির্দেশ দেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান জানান, ক্যাফেটেরিয়ার মান উন্নয়নে প্রশাসন শিক্ষার্থীদের মতামত সংগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম জানান, শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে তারা পরিবর্তনের জন্য ক্যাফেটেরিয়া পরিচালককে আরো এক সপ্তাহ সময় দিয়েছেন।

ক্যাফেটেরিয়ার মান উন্নয়নের আশ্বাস দিয়ে মান্নু মজুমদার বলেন, শিক্ষার্থীরা সমস্যাগুলো চিহ্নিত করে জানালে সমাধানের ব্যবস্থা নেবেন।

বিএইচ

শেয়ার