জামায়াতে ইসলামী অন্যায়কে প্রশ্রয় দেয় না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় দৃঢ় থাকবে। আমাদের লক্ষ হচ্ছে, আল্লাহতালার বিধান এবং নবীর আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করা। সেই রাষ্ট্রে সকল ধর্ম, বর্ণ, জাতির মানুষের কল্যাণ হবে।’
শুক্রবার (৮ নভেম্বর) সকালে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের পাশে হাজী শরীয়ত উল্লাহ্ এতিম খানার আব্দুল ওয়াহিদ হলরুমে জামায়াতের সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের দীর্ঘ ১৫ বছরের যে ফ্যাসিবাদী যুগ আমরা পার করেছি, সেখানে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান অপরাধ দ্বারা অপরিচ্ছন্ন ও অপবিত্র হয়ে গিয়েছিল এবং ফ্যাসিবাদী শাসক দুর্নীতিগ্রস্ত ছিল।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘কেবল তিন মাস হয়েছে ফ্যাসিবাদের বিদায় হয়েছে; কিন্তু সেই অপরাধপ্রবণতা ১০০ ভাগ বিদায় হয়নি। এখনো ছোটখাটো কিছু অপরাধ দেখা যাচ্ছে, তার মাত্রা কম। এই বিষয়গুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি।
নির্বাচনের জন্য এই অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবেন জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘যৌক্তিক সময় বলতে আমরা সুস্পষ্ট করে বলেছি, না খুব দ্রুত, না খুব দেরি। একটা মধ্যম সময়ে যৌক্তিক সময়ে নির্বাচন হোক। যৌক্তিক এর ব্যাখ্যা হচ্ছে, জনগণ অবাধে ভোট দিতে পারবে, সে জন্য সময় যতটুকু লাগে, সেটিকে যৌক্তিক সময় বোঝানো হয়েছে। নির্বাচনমুখী দল হিসেবে নির্বাচনের তফসিল ঘোষিত হলেই জামায়াত নির্বাচনের ইশতেহার ঘোষণা করবে।
কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে ও সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কুষ্টিয়া-যশোর অঞ্চল পরিচালক মোবারক হোসেন, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য এ কে এম আলী মহসীন, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর আব্বুল গফুর, কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুমারখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আফজাল হুসাইন প্রমুখ।
এনজে