Top

নভেম্বরে সেন্টমার্টিনে রাত্রিযাপন করা যাবে না: পরিবেশ উপদেষ্টা

০৯ নভেম্বর, ২০২৪ ৮:৩৭ অপরাহ্ণ
নভেম্বরে সেন্টমার্টিনে রাত্রিযাপন করা যাবে না: পরিবেশ উপদেষ্টা

বৈষম্যহীন সমাজ করার জন্য জুলাই আগস্টের আন্দোলন। যা শুধু মানব সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সকল প্রাণী ও পরিবেশের জন্য হতে হবে বলে মন্তব্য করেছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (৯ নভেম্বর) রাজধানীর ভিকারুন্নিসা নূন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের জাতীয় পর্ব এর সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনে জাহাজ চলবে। তবে নভেম্বর মাসে রাত্রিযাপন করা যাবে না।

এ সময় বন সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বন্যপ্রাণী যদি আবাসস্থলে চলে আসে তাহলে কেউ নিরাপদ নয়। বলেন, জলবায়ু রক্ষায় জীবন ধারণে ভোগবাদকে বাদ দিতে হবে। হর্ণ মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারের পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে মেডেল, সার্টিফিকেট, ক্রেস্ট ও ট্রফি তুলে দেন রিজওয়ানা হাসান। এর আগে স্কুলের একটি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উন্মোচন এবং আইসিটি ভবন উদ্বোধন করেন তিনি।

শেয়ার