Top
সর্বশেষ

জাবিতে কনসার্টে ‘নেশাগ্রস্ত’ অবস্থায় জুনিয়রদের উপর সিনিয়রদের হামলা

১১ নভেম্বর, ২০২৪ ৯:২৬ অপরাহ্ণ
জাবিতে কনসার্টে ‘নেশাগ্রস্ত’ অবস্থায় জুনিয়রদের উপর সিনিয়রদের হামলা
জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে রাতভর অনুষ্ঠিত কনসার্টে নেশাগ্রস্ত অবস্থায় জুনিয়র শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে সিনিয়রদের বিরুদ্ধে।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, লোকপ্রশাসন বিভাগের বিজয় কুমার দত্ত, সরকার ও রাজনীতি বিভাগের সাকিব হোসেন অব্রতো, পরিসংখ্যান বিভাগের ইমরান নাজিজসহ ৫১তম ব্যাচের বেশ কয়েকজন শিক্ষার্থী এই হামলায় জড়িত। ভুক্তভোগী ৫২তম ব্যাচের শিক্ষার্থীরা জানান, কনসার্ট চলাকালে অভিযুক্তরা নেশাগ্রস্ত অবস্থায় তাদের পরিচয় জানতে চায় এবং বহিরাগত সন্দেহে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এক ভুক্তভোগী মোঃ ফরহাদ হোসেন বিপুল জানান, পরিচয় দেওয়ার পরেও তাকে গালাগাল করা হয়। অপর ভুক্তভোগী মাহিম খানের গায়ে হাত তুলে তার চশমা ভেঙে দেয়া হয়। আরেকজন, মোঃ মহিউদ্দিন আহমেদ সৌরভ, আরও মারাত্মকভাবে আক্রান্ত হন। তাকে সেন্ট্রাল ফিল্ড, রাস্তা এবং ক্যাফে অপরাহ্নের সামনে তিন দফায় মারধর করা হয়। এতে তার মানিব্যাগ ও ২-৩ হাজার টাকা হারিয়ে যায়। এসময় তাকে বাঁচাতে আসা মোঃ ইব্রাহিম খলিল সাব্বিরও গুরুতর আহত হন।

অভিযুক্তদের মধ্যে বিজয় কুমার দত্ত এ অভিযোগ অস্বীকার করে বলেন, “জুনিয়ররাই প্রথমে খারাপ ব্যবহার করেছে, তবে মারধরের কোনো ঘটনা ঘটেনি।” অপর অভিযুক্ত সাকিব হোসেন অব্রতো বলেন, “আমি তাদের সাথে কখনোই হামলা করিনি।” আরেক অভিযুক্ত ইমরান নাজিজ জানান, তিনি ঘটনার সময় কনসার্টে ছিলেন এবং পরিস্থিতি জানতে প্রক্টররিয়াল টিমের উপস্থিতির পর ঘটনাস্থলে যান।

সহকারী প্রক্টর অসীম চন্দ্র রায় জানান, “ঘটনাস্থলে গিয়ে দেখি মহিউদ্দিন আহমেদ সৌরভকে গুরুতরভাবে পেটানো হয়েছে। আমরা অভিযুক্ত বিজয় কুমার দত্তকে শনাক্ত করতে সক্ষম হই। তদন্ত সাপেক্ষে বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “অভিযোগ পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

বিএইচ

শেয়ার