Top

নিউমার্কেটে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশ ও শিক্ষার্থীদের যৌথ অভিযান

১৪ নভেম্বর, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ
নিউমার্কেটে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশ ও শিক্ষার্থীদের যৌথ অভিযান
ঢাকা কলেজ প্রতিনিধি :

রাজধানী ঢাকার নিউমার্কেটের বেশিরভাগ সড়ক ও ফুটপাত দখল করে দোকান বসিয়েছে হকাররা। কোথাও কোথাও যান চলাচল অসম্ভব হয়ে পড়েছে। এমনকি হাঁটাচলাও অনেক জায়গায় কষ্টকর। এ কারণে প্রতিদিন অসহনীয় যানজটে বিড়ম্বনার মুখে পড়ছেন নগরবাসী। মাত্র পাঁচ মিনিটের পথ অতিক্রম করতে সময় লাগছে আধাঘণ্টা। পুলিশ বলছে, মাঝে মাঝেই অভিযান চালিয়েও হকারদের সরানো যাচ্ছে না। উচ্ছেদ করার একটু পরই আবার দখল করে তারা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ৩টা থেকে ঘন্টাব্যাপী চন্দ্রিমা সুপার মার্কেট, নায়েমের গলি, ঢাকা কলেজ ও টিটিসি কলেজের সামনের ফুটপাত দখলমুক্ত করতে পুলিশ ও ঢাকা কলেজ সাধারণ শিক্ষার্থীদের যৌথ অভিযান। এদিকে ফুটপাত দখলমুক্ত হওয়ায় মানুষ নির্বিঘ্নে চলাচল করছেন। এসময় নিউমার্কেট- ধানমন্ডি সড়কে যানজট কমতে শুরু করে।

ঢাকা কলেজ সংলগ্ন সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, এই ফুটপাতে কেউ দোকান বসাতে পারবে না। এই দোকানের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়। এবং কিছু অসাধু ব্যক্তিবর্গ এই ফুটপাতে ব্যবসায়ী সিন্ডিকেটে চুক্তির মাধ্যমে চাঁদাবাজি করে। অতএব জনস্বার্থে এই ফুটপাত দখল মুক্ত করতে হবে।

নিউমার্কেট থানা পুলিশের সাব ইন্সপেক্টর আরব আলী বলেন, আমরা নিয়মিত রুটিন অনুযায়ী ফুটপাতের এই দোকানগুলো উঠিয়ে দিই। আমাদের পুলিশের অন্যান্য কাজও আছে অতএব আমরা এই একটা কাজ নিয়েই তো বসে থাকতে পারিনা। আমরা যদি শুধু এই ফুটপাত নিয়েই বসে থাকি তাহলে আমাদের থানা পুলিশের আর কার্যক্রম কোথায়। ফুটপাত উচ্ছেদের এই কাজগুলো সিটি কর্পোরেশনের, পুলিশের না। তারপরেও আমরা আইন-শৃঙ্খলা রক্ষার্থে, জনগণের নিরাপত্তার জন্য এই কাজগুলো করি।

এম জি

শেয়ার