Top

কেশবপুরে গাছ থেকে পড়ে ভ্যানচালকের মৃত্যু

২৩ নভেম্বর, ২০২৪ ৯:১২ পূর্বাহ্ণ
কেশবপুরে গাছ থেকে পড়ে ভ্যানচালকের মৃত্যু
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের কেশবপুরে গাছ থেকে পড়ে তপন কুমার মল্লিক (৫৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের সরাপপুর গ্রামে মাছ ধরার টোপ পাড়তে গিয়ে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায়, উপজেলার সরাপপুর গ্রামের ভ্যানচালক মৃত দুলাল কুমার মল্লিকের ছেলে তপন কুমার মল্লিক সকালে মাছ ধরার জন্য এলাকার একটি মেহগনি গাছে নালসো পিঁপড়ার ডিম পাড়তে ওঠে। এ সময় অসাবধনতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়। গাছ থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের মেম্বার ইলিয়াছ সবুজ।

এনজে

শেয়ার