Top

হাজার কোটির মালিক সাবেক মন্ত্রী শাজাহান খান!

১৩ নভেম্বর, ২০২৪ ১:৫৭ অপরাহ্ণ
হাজার কোটির মালিক সাবেক মন্ত্রী শাজাহান খান!
মাদারীপুর প্রতিনিধি :

শাজাহান খান, যিনি সব খান। দখল-বাজি চাঁদাবাজি তার টাকা কামানোর মেশিন। মাদারীপুর নয় সারা বাংলায় রয়েছে যার দুর্দান্ত নেটওয়ার্ক। এক সময় তিনি ছিলেন জাসদ নেতা। ১৯৯১ সালে আওয়ামীলীগে যোগ দেন । এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ব্যক্তিগত ক্যাডার বাহিনীর মাধ্যমে তিনি মাদারীপুরে প্রতিষ্ঠা করেছেন ‘খান-লীগ’। তাঁদের দাপটে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও অতিষ্ঠ।

একে একে নিয়ন্ত্রন নিতে থাকেন মাদারীপুর জেলার বিভিন্ন প্রতিষ্ঠান। প্রভাব বাড়তে থাকে তার পরিবার ও স্বজনদের।  ২০১৩ সালে গড়ে তোলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ। ২০১৯ সালে মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হন। এ সময় তাঁর বিরুদ্ধে অমুক্তিযোদ্ধাদের টাকার বিনিময়ে সনদ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ২০১৫ সালে গড়ে  তোলেন শ্রমিক-কর্মচারী- পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ। সর্বশেষ জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে তিনি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মিলে গড়ে তোলেন মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা অনুযায়ী সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ছিলেন দেনাদার। বর্তমানে তিনি বিপুল পরিমান সম্পদের মালিক। ২০১৮ সালের একটি গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদন মতে তিনি হাজার কোটি টাকার মালিক।

২০০৮ সালের নির্বাচনী হলফনামা মোতাবেক শাজাহান খানের মাসিক আয় ছিল ৫৭ হাজার ৮৬ টাকা। তার স্ত্রীর শিক্ষকতা থেকে মাসে আসত পাঁচ হাজার দুইশ টাকা। তখন তাদের স্বামী-স্ত্রীর হাতে নগদ কোনো টাকা ছিল না। বরং ঋণ ছিল ৪২ লাখ টাকার উপরে। ২০০৮ সালে শাজাহান খানের বার্ষিক আয় ছিল ৬ লাখ ৮৫ হাজার ৩৬ টাকা। এই হিসাবে প্রতি মাসে আসত ৫৭ হাজার ৮৬ টাকা। ২০০৮ সালে শাজাহান খানের নিজ নামে স্থাবর সম্পদ ছিল তিন স্থানে। এছাড়াও গ্রামের বাড়িতে যৌথ মালিকানায় স্থাবর সম্পদ ছিল। বর্তমানে নৌমন্ত্রীর নিজ নামে স্থাবর সম্পত্তি রয়েছে কমপক্ষে ১৫ স্থানে এবং যৌথ মালিকানায় রয়েছে আরো ছয় স্থানে। ১০ বছর আগে নৌমন্ত্রীর স্ত্রীর নামে ছিল দুই স্থানে স্থাবর সম্পদ। বর্তমানে তার স্ত্রীর নামে স্থাবর সম্পদ রয়েছে ১৩ স্থানে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, শাজাহান খান এক সময় আওয়ামী ছাত্রলীগ নেতা হলেও জাসদ গঠনের পর তিনি জাসদে যোগ দেন। জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্বপালন করেন। জাসদের সশস্ত্র সংগঠন গণবাহিনীর সদস্য ছিলেন শাজাহান খান। তবে ১৯৯১ সালে আওয়ামীলীগে যোগ দিয়ে তিনি দ্রুতই ক্ষমতা বৃদ্ধি করেন। ২০০৮ সালের নির্বাচনে বিজয়ের পর তিনি নৌ-পরিবহন মন্ত্রনালয়ের দায়িত্ব পান। এরপর দ্রুতই তার ভাগ্য বদল শুরু হয়। শাজাহান খান ও তার ভাই এবং দলীয় কর্মীরা একে একে প্রভাব বিস্তার করতে থাকেন বিভিন্ন সেক্টরে। তিনি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন। এই সংগঠনের বিরুদ্ধে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদাবাজীর অভিযোগ থাকলেও একটা সময় প্রশাসন ছিলো নীরব। তার পরিবারের সদস্য ও দলীয় কর্মীরা সরকারি বিভিন্ন দপ্তরের টেন্ডারবাজি করে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছেন বিগত সরকারের আমলে। শাজাহান খানের ছোট ভাই হাফিজুর রহমান যাচ্চু খান মাদারীপুরের বিভিন্ন দপ্তরের টেন্ডার নিয়ন্ত্রণ করতেন। আরেক ভাই ওবায়দুর রহমান কালু খান ছিলেন জেলা আইনজীবি সমিতির সভাপতি। তার ইশারায় চলতো মাদারীপুরের বিচার বিভাগ। বিচার বিভাগে সিন্ডিকেট করে কামিয়েছেন কোটি কোটি টাকা।

শাজাহান খানের মালিকানাধীন সার্বিক ইন্টারন্যাশনাল নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। সার্বিক পরিবহন, সার্বিক ফিলিং স্টেশন, সার্বিক কনস্টেকশন ফার্ম, সার্বিক রিয়েলস্টেট, সার্বিক ইটভাটা, সার্বিক প্রেসসহ নানাবিধ ব্যবসা বানিজ্য। এসবই করেছে দলীয় ক্ষমতা ব্যবহার করে। মাদারীপুর শহরের একাধিক ব্যক্তির জমি দখলের অভিযোগ রয়েছে তার ভাই ওবায়দুর রহমান কালু খানের বিরুদ্ধে। সড়ক বিভাগের জমি দখল করে ফিলিং স্টেশন নির্মাণের অভিযোগ রয়েছে তার ছোট ভাই হাফিজুর রহমান যাচ্চু খানের বিরুদ্ধে। শুধু জমি দখল নয় এলজিইডি,সড়ক বিভাগ, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ সব সরকারি দপ্তরের টেন্ডার নিয়ন্ত্রণ করতেন তিনি। শাজাহান খান তার ক্ষমতার দাপটে মাদারীপুর ডায়বেটিক হাসপাতাল, রেড ক্রিসেন্ট সোসাইটি, চেম্বার অব কমার্সও দখল নিয়েছিলেন। মাদারীপুর ডায়বেটিক হাসপাতালে নিজেই সভাপতির পদ দখল করেন। রেড ক্রিসেন্ট সোসাইটিতে বসান তার বন্ধু সৈয়দ আবুল বাসারকে। চেম্বার অব কমার্স এর দায়িত্ব দেন তার ছোট ভাই হাফিজুর রহমান যাচ্চু খানকে। এসব দখল করেই ক্ষান্ত থাকেননি। তিনি নৌ মন্ত্রী থাকাকালে নৌ মন্ত্রনালয়ের স্মারক নম্বর ব্যবহার করে মাদারীপুর প্রেসক্লাব দখল করেন। প্রেসক্লাবের দায়িত্ব দেন তার বন্ধু শাহজাহান খানকে। এভাবেই তিনি মাদারীপুরের বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেন। ১৯৭০ সালে মাদারীপুর সদর একটি মামলায় তার ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ হয়েছিল। এছাড়াও গোপালগঞ্জ সদর থানার একটি অস্ত্র মামলায় তার বিরুদ্ধে ৫ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ হয়েছিল। এছাড়াও একাধিক মামলা হলেও রাজনৈতিক বিবেচনায় কোন মামলাতেই তাকে জেলহাজতে যেতে হয়নি। সব সময়ই ছিলেন তিনি ধরা ছোয়ার বাইরে। ২০১৩ সালে খালেদা জিয়ার বাসার বিদ্যুত লাইন ও পানির লাইন কেটে দিয়ে তিনি ব্যাপক সমালোচনার মুখোমুখি হন।  ১৯৭২ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত সর্বহারা ও জাসদের একাধিক নেতা-কর্মীদের হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে কোন ঘটনাতেই তার বিরুদ্ধে কেউ মামলা করার সাহস পায়নি কেউ।

মাদারীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুজিত চ্যাটার্জি বাপ্পি কয়েক বছর আগে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শাজাহান খানের অমতে অংশগ্রহন করেন। এতে ক্ষুব্ধ হয়ে শাজাহান খান তার অনুসারিদের দিয়ে সুজিত চ্যাটার্জি বাপ্পি শারীরিক নির্যাতন করেন এবং জেলা পরিষদ নির্বাচন থেকে সরে যেতে বাধ্য করেন। সুজিত চ্যাটার্জি বাপ্পি বলেন, শাজাহান খান ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন মানুষকে হয়রানি করেছেন। আমাকে শারীরিক নির্যাতন করেছেন। তিনি অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আমরা চাই দুদক বিষয়টি তদন্ত করুক। শাজাহান খানের বিচার হোক।

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে জানান, ‘শাজাহান খান কখনোই আওয়ামী লীগ করেন নাই। তিনি ব্যক্তি-লীগ করেছেন। তিনি একক ক্ষমতার অপব্যবহার করে দমন-নিপীড়ন করেছেন। যা নিয়ে আমাদের মধ্যে বহু বছর ধরেই বিভেদ ও দ্বন্দ  লেগে ছিল।’

এনজে

শেয়ার