Top
সর্বশেষ

সিরাজগঞ্জবাসীর সেবা করতে এসেছি: জেলা প্রশাসক

১৩ নভেম্বর, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জবাসীর সেবা করতে এসেছি: জেলা প্রশাসক
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত এক নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। আমিও আপনাদের মাঝে নতুন এসেছি, আপনাদের (সিরাজগঞ্জবাসীর) সেবা করতে। এতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি।

বুধবার (১৩ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ডিসি বলেন, আমি প্রথমেই জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি সাংবাদিকদের উদ্দ্যেশ্যে বলেন, আপনারা জাতির চতুর্থ স্তম্ভ। আপনারা আমাদের ভালো কাজগুলোও তুলে ধরবেন এবং ভুল থাকলে সেগুলোও ধরিয়ে দিবেন। আমরা একসাথে মিলেমিশে কাজ করবো।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সহকারী কমিশনার ফজলে রাব্বি, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্নাসহ সিরাজগঞ্জে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় জেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিক সিরাজগঞ্জের সমসাময়িক বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসককে অবগত করেন এবং তার হস্তক্ষেপ কামনা করেন। এসময় বিভিন্ন ব্যাপারে কাজ করার বিষয়ে আশ্বস্ত করেন জেলা প্রশাসক।

এম জি

শেয়ার