Top

লক্ষ্মীপুরে ৩ শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

১৪ নভেম্বর, ২০২৪ ১:৪০ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে ৩ শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার প্রদান
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪নভেম্বর) সকালে প্রতিষ্ঠান সংলগ্ন মাঠে এমন আয়োজন করা হয়।

এতে প্রতিষ্ঠানের প্লে-থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত ৩ শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এরআগে ১০টি ইভেন্টে প্রায় ১৫’শ শিক্ষার্থীর অংশ গ্রহনে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান সবুজ, ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সদস্য এড. নিজাম উদ্দিন, জহিরুল ইসলাম, আবদুল করিম, আবদুর রব নাসিম আবু তারেক।

এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষক আবিদা বিন্তি, মোঃ ইসমাইল হোসেন, ফারহানা আক্তার, আতিকুর রহমান, মাহমুদুল হাসান, মারজাহান মুন্নি সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শুধু ভালো ফলাফল করেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে সর্বক্ষেত্রে অবদান রাখতে হবে। পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ড শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটায়। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কর্মকান্ড পরিচালনা করা প্রয়োজন।

এনজে

শেয়ার