ভোক্তাদের জিম্মি করে মূল্য বৃদ্ধির দায়ে আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ও কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) নামের দুটি সংগঠন।
সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) এর সভাপতি মাহমুদুল হাসান আরিফের সঞ্চালনায় মানববন্ধনে নোয়াখালী সরকারী কলেজের সিওয়াইবি সদস্য মাজহারুল ইসলাম রাকিব, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি মোঃ ফাহাদ হোসেন সহ সংগঠন দুটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একদিকে প্রান্তিক পর্যায়ে কৃষক ন্যায্য মূল্য না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছে, তপ্ত রোদে পুড়ে চাষাবাদ করেও লোকসান গুণতে হচ্ছে, অন্যদিকে অসাধু আড়তদাররা সিন্ডিকেট করে খুচরা বাজারে কয়েকগুণ বেশি দামে বিক্রি করছে। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে সঠিক নজরদারি করা হচ্ছেনা। দ্রুত এই সিন্ডিকেটের বিরুদ্ধে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালানোর জোর দাবি জানান বক্তারা।
এনজে