Top

নতুন কারিকুলামে বই পাচ্ছে চার শ্রেণির শিক্ষার্থী

২০ মার্চ, ২০২১ ১:০৪ অপরাহ্ণ
নতুন কারিকুলামে বই পাচ্ছে চার শ্রেণির শিক্ষার্থী

নতুন কারিকুলামে ছাপা হবে ২০২২ শিক্ষাবর্ষের প্রথম, দ্বিতীয়, ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণীর পাঠ্যবই । এজন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন কারিকুলামে এ চার শ্রেণির বই আলাদাভাবে ছাপাতে চায় এনসিটিবি। এজন্য পৃথক দরপত্র আহ্বানের পরিকল্পনা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবি সূত্রে এসব তথ্য জানা গেছে।

এনসিটিবি সূত্রে জানা গেছে, নতুন কারিকুলাম অনুযায়ী পাবলিক পরীক্ষার সংখ্যা কমিয়ে শ্রেণিকক্ষে ব্যবহারিক কার্যক্রমের ওপর জোর দিয়ে ধারাবাহিক মূল্যায়নের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এরই অংশ হিসেবে আগামী কয়েক বছরের মধ্যে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পর্যায়ক্রমে কারিকুলামে পরিবর্তন আনা হবে। সে হিসেবে ২০২১ শিক্ষাবর্ষে প্রথম ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ কারিকুলামের কার্যক্রমের উদ্বোধন করা কথা ছিল। কিন্তু করোনা প্রাদুর্ভাবের কারণে তা বাতিল করা হয়।

এনসিটিবি কর্মকর্তারা বলছেন, আগামী শিক্ষাবর্ষে নতুন কারিকুলামে চার শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। পরের শিক্ষাবর্ষে তৃতীয় ও চতুর্থ শ্রেণি এবং মাধ্যমিকের সপ্তম, ৮ম শ্রেণির বই তুলে দেওয়া হবে। পর্যায়ক্রমে নবম এবং উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণির শিক্ষার্থীরাও নতুন কারিকুলামে পাঠ্যবই পাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে নবম-দশম শ্রেণির কারিকুলামে। এ স্তরে বিভাগ বিভাজন তুলে দিয়ে গুচ্ছ পদ্ধতি চালু হবে। ফলে এ স্তরে বিজ্ঞান, মানবিক বা বাণিজ্য নামে কোনো বিভাগ থাকবে না। সবাইকে সব বিষয় পড়তে হবে। এতে একজন শিক্ষার্থী মাধ্যমিক স্তরে সব বিষয়ে জ্ঞান লাভ করবে।

শেয়ার