কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের বালুর চরে হঠাৎ ভয়ংকর টর্নেডো সৃষ্টি হয়েছে। চরের মাটি উড়ে আকাশে মেঘের সঙ্গে মিশে যায়। এতে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলের দিকে ঘটে এ ঘটনা। টর্নেডোয় বালু ও মাটি উপরে চলে যাওয়ার পর সেখানে গর্তের সৃষ্টি হয়।
রৌমারী ও চিলমারী উপজেলার মাঝে ব্রহ্মপুত্রের শাখাহাতির চর নামক এলাকায় এ টর্নেডোটি দেখতে পান রৌমারীগামী নৌকার যাত্রীরা। স্থানীয়রা এটিকে বাওকুড়া বলেন।
শাখাতির চরের বাসিন্দা মো. নুর আমিন বলেন, চরে মাঝে মধ্যে ছোট ছোট বাওকুড়া দেখা যায়। তবে এত বড় বাওকুড়া গত ৫ বছরে দেখিনি।
আরেক বাসিন্দা মো. রাজু বলেন, হঠাৎ করে বাতাস ঘুরতে থাকে। মাটিতে থাকা গাছের ডাল-পাতা যা থাকে উড়িয়ে নিয়ে যায়। অনেক সময় এই বাওকুড়ার কবলে পড়লে বাড়িঘরের ক্ষতি হয়।
এম জি