Top
সর্বশেষ
গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

থাই চালের রফতানি মূল্য এক মাসের সর্বোচ্চে

২৩ নভেম্বর, ২০২৪ ৯:৫৪ পূর্বাহ্ণ
থাই চালের রফতানি মূল্য এক মাসের সর্বোচ্চে
নিজস্ব প্রতিবেদক :

চলতি সপ্তাহে এশিয়ার চালের বাজারে মিশ্র পরিস্থিতি দেখা গেছে। চাহিদা বাড়ায় থাইল্যান্ডের চালের রফতানি মূল্য এক মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে অতিরিক্ত সরবরাহের কারণে ১৫ মাসের মধ্যে সর্বনিম্নে চলে যাওয়ার পর স্থিতিশীল হয়েছে ভারতীয় চালের দাম। খবর বিজনেস রেকর্ডার।

এ বিষয়ে ব্যাংককভিত্তিক এক ব্যবসায়ী জানান, রফতানি বাড়ায় বাজার চাঙ্গা হয়েছে। ফিলিপাইন, ইন্দোনেশিয়াসহ এশিয়ার অন্য দেশগুলোর আমদানিকারকদের চাহিদা বেড়েছে।

জানুয়ারি-অক্টোবর পর্যন্ত থাই চাল রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেড়েছে। দেশটির ৫ শতাংশ ভাঙা চালের দাম চলতি সপ্তাহে টনপ্রতি ৫০০ ডলারে পৌঁছেছে, যা ২৪ অক্টোবর শুরু হওয়া সপ্তাহের পর সর্বোচ্চ। গত সপ্তাহে এর দাম ছিল ৪৯০-৪৯৫ ডলার।

এক ব্যবসায়ী জানান, মুদ্রার বিনিময় হার বৃদ্ধিও মূল্যের ওপর প্রভাব ফেলেছে। তবে ভারতে তুলনামূলক কম দামের কারণে বছরের শেষ দিকে থাই চাল আন্তর্জাতিক বাজারে আরো প্রতিযোগিতামূলক হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

এদিকে বিশ্বের শীর্ষ রফতানিকারক ভারতের ৫ শতাংশ খুদবিশিষ্ট আধা সেদ্ধ চালের দাম টনপ্রতি ৪৪০-৪৪৭ ডলারে স্থির রয়েছে, যা ২০২৩ সালের জুলাইয়ের পর সর্বনিম্ন।

মুম্বাইভিত্তিক এক রফতানিকারক জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোয় দাম নিম্নমুখী হওয়ায় ক্রেতারা কেনাকাটা থেকে বিরত আছেন। তারা আশা করছেন, ভারতে সরবরাহ আরো বাড়বে। তাই কেনাকাটায় ধীরগতি অবলম্বন করছেন। রফতানি বাড়ানোর লক্ষ্যে গত মাসে ভারত আধা সেদ্ধ চালের রফতানি শুল্ক প্রত্যাহার করেছে। বাসমতি ব্যতীত অন্যান্য সাদা চালের ৪৯০ ডলার ন্যূনতম রফতানি মূল্যের বিধিনিষেধ তুলে নিয়েছে। চলতি মাসে ভারতের চাল মজুদ সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

বিশ্বের অন্যতম শীর্ষ রফতানিকারক ভিয়েতনামের ৫ শতাংশ খুদবিশিষ্ট চাল গত বৃহস্পতিবার টনপ্রতি ৫২০ ডলারে বিক্রি হয়েছে, গত সপ্তাহে যা ছিল ৫১৫-৫২০ ডলারের মধ্যে।

আন জিয়াং প্রদেশের এক ব্যবসায়ী জানান, বর্তমানে বাণিজ্যিক কার্যক্রম খানিকটা স্থবির। ভিয়েতনামের শুল্ক বিভাগের তথ্যানুযায়ী, নভেম্বরের প্রথমার্ধে ভিয়েতনাম ২ লাখ ৯৩ হাজার ৪৮৪ টন চাল রফতানি করেছে। এর মাধ্যমে বছরের ১৫ নভেম্বর পর্যন্ত ভিয়েতনামের মোট চাল রফতানি দাঁড়িয়েছে ৮০ লাখ ৫০ হাজার টন, যার মূল্য ৫০৫ কোটি ডলার।

এনজে

শেয়ার