‘গবেষণায় শিল্পোদ্যোক্তাদের অংশগ্রহণ, ৪র্থ শিল্প বিপ্লবের দুয়ার উন্মোচন’ বিষয়ক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ নভেম্বর) দুপুরে ইন্সটিটিউট অব মাইনিং মিনারেলজি এন্ড মেটালার্জি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বিসিএসআইআর এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ।
এসময় ইন্সটিটিউট অব মাইনিং মিনারেলজি এন্ড মেটালার্জি বিসিএসআইআর এর পরিচালক (অতিঃ দায়িত্ব) লিটন মুন্সির সভাপতিত্বে বক্তব্য দেন বিসিএসআইআর এর সদস্য (উন্নয়ন) অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেন, শিল্পোদ্যোক্তা আমিনুল বারী, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আববকর সিদ্দিক প্রমুখ।
কর্মশালায় বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে যুক্ত হয়ে নতুন শিল্প কারখানা প্রতিষ্ঠা করার আহবান জানানো হয়।
এনজে