ইসরাইলকে আরও ৬৮ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রের এই অস্ত্র সহায়তার খবর এমন সময়ে সামনে এলো যখন একদিকে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর চেষ্টার কথা বলে অন্যদিকে তেল আবিবকে অস্ত্র সহায়তা দিচ্ছে বাইডেন প্রশাসন।
প্রতিবেদনে বলা হয়েছে, এই অস্ত্র সহায়তার মধ্যে রয়েছে কয়েকশ’ বোমা ও বোমাকে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে হামলার উপযোগী করে তোলার কয়েক হাজার সরঞ্জাম।
কয়েক মাস ধরে অস্ত্রের এই প্যাকেজ চূড়ান্ত করা নিয়ে কাজ চলছিল। গত সেপ্টেম্বরে কংগ্রেসের কমিটি এটি যাচাই-বাছাই করে। পরে অক্টোবরে বিস্তৃত পরিসরে পর্যালোচনার জন্য তা জমা দেয়। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো এ অস্ত্র সহায়তার বিষয়ে কিছু জানায়নি বাইডেন প্রশাসন।
এক বছরেরও বেশি সময়ের রক্তক্ষয়ী যুদ্ধের পর মুক্তি মিলেছে লেবাননের মানুষের। অনেক কাঠখড় পোড়ানোর পর অবশেষে মঙ্গলবার (২৬ নভেম্ব) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি অনুমোদন করে। বুধবার স্থানীয় সময় ভোর চারটা থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। এর মেয়াদ ৬০ দিন।
মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
যদিও এখনও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি সেনাদের প্রত্যাহার করা হয়নি। আকাশপথে চলছে নিয়মিত টহল। এ অবস্থায় যুদ্ধবিরতি চুক্তিতে দেয়া প্রতিশ্রুতির কথা মাথায় রেখে অন্যান্য এলাকা থেকেও ইসরাইলি সেনাদের সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে লেবানন সরকার।
বিএইচ