দীর্ঘদিন বঞ্চিত থাকার পর এবার সচিব হলেন বিসিএস প্রশাসন ক্যাডারের মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বর্তমানে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পদোন্নতি দেওয়া হয়।
মোহাম্মদ মাহবুবুর রহমান ১৩তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য। একই সঙ্গে তিনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের প্রায় ১৬ বছরের শাসনামলে প্রশাসনের অনেক কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত ছিলেন। এমনকি তারা দীর্ঘ সময়ে একটি পদোন্নতিও পাননি। মাহবুবুর রহমান তাদেরই একজন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সরকার পরিবর্তন হলে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়। ১০ম থেকে ২০তম বিসিএস পর্যন্ত বঞ্চিতদের সংখ্যা প্রায় কয়েকশ।