Top

৩৩৪ আইএসপি-কলসেন্টার-আইপি কোম্পানির লাইসেন্স বাতিল

০৪ ডিসেম্বর, ২০২৪ ৮:১৯ অপরাহ্ণ
৩৩৪ আইএসপি-কলসেন্টার-আইপি কোম্পানির লাইসেন্স বাতিল
নিজস্ব প্রতিবেদক :

দেশের ৩৩৪টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি), কলসেন্টার ও আইপি টেলিফোন কোম্পানির লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির লাইসেন্সিং শাখার পরিচালক এম এ তালেব হোসেনের সই করা নোটিশে এসব কোম্পানির লাইসেন্স বাতিলের বিষয়টি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ লাইসেন্স বাতিলের আদেশ জারি করা হয়েছে।

বিটিআরসি সূত্র বলছে, এসব কোম্পানি লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট নবায়নের আবেদন না করায় এবং লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হওয়ায় টেলিযোগাযোগ আইন ২০০১ ও সংশ্লিষ্ট গাইডলাইন্স অনুযায়ী কমিশন এ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এসব কোম্পানির সঙ্গে যেকোনো কার্যক্রম পরিচালনা করা শাস্তিযোগ্য অপরাধ।

এদিকে, কোম্পানিগুলোকে লাইসেন্সের মূল সনদ বিটিআরসিতে জমা দিতে বলা হয়েছে এবং কোনো পাওনা থাকলে তা ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।

লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকা দেখুন এখানে

বিএইচ

শেয়ার