Top

রূপালী ব্যাংকের এমডি ও সিইও হলেন ওয়াহিদুল ইসলাম

১২ ডিসেম্বর, ২০২৪ ১০:০৩ অপরাহ্ণ
রূপালী ব্যাংকের এমডি ও সিইও হলেন ওয়াহিদুল ইসলাম

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে কাজী মোঃ ওয়াহিদুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। বর্তমানে কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে যোগদানের তারিখ হতে ৩ বছরের জন্য চুক্তিতে নিয়োগে সরকারের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হয়েছে বলে জানানো হয়।

ব্যাংক কোম্পানী আইন-১৯৯১” অনুযায়ী তাঁর নিয়োগের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হয় প্রজ্ঞাপনে।

এএ

শেয়ার