Top

খোলা বায়নার মাধ্যমে জমি দখল চেষ্টার অভিযোগ

১৪ ডিসেম্বর, ২০২৪ ৩:১০ অপরাহ্ণ
খোলা বায়নার মাধ্যমে জমি দখল চেষ্টার অভিযোগ
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে কৃষক কফিজ উদ্দিন জমি ক্রয়ের উদ্দেশে খোলা বায়না করে (১০.৫০ শতাংশ) জমি নিয়ে ষড়যন্ত্র ও প্রতারণার মাধ্যমে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুছ ছালাম ও তার সহযোগীদের বিরুদ্ধে। প্রতারনার অভিযোগে ওই কৃষক শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

কৃষক কফিজ উদ্দিন শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী (ফকিরবাড়ী মোড়) গ্রামের মৃত আশ্রাব আলীর ছেলে। পৈত্রিক সূত্রে পাওয়া কৃষকের জমির স্থানীয় বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

অভিযুক্তরা হলো একই গ্রামের নুরু মিয়ার ছেলে আব্দুছ ছালাম, তার স্ত্রী আমিনা খাতুন, মাইন উদ্দিনের ছেলে আতাবরসহ তাদের ৪/৫জন সহযোগী।

কৃষক কফিজ উদ্দিন থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত পাঁচ বছর আগে (২০১৯ সালের ৮ জুলাই) অভিযুক্ত আব্দুছ ছালাম কৃষকের পৈত্রিক সূত্রে পাওয়া ১০.৫০ শতাংশ জমি ক্রয়ের উদ্দেশ্যে দাম নির্ধারণ করে কৃষককে এক লাখ টাকা দিয়ে খোলা বায়নানামা দলিল করে। ওই দলিলে টাকার পরিমাণ ৮ লাখ টাকা উল্লেখ করে সহজ সরল কৃষকের সাথে প্রতারণা করে। কয়েকদিন পর প্রতারক আব্দুছ ছালাম জমি ক্রয় করবে না বলে কৃষকের কাছ থেকে খোলা বায়না দলিলের টাকা ফেরত নিলেও কৃষককে দলিল ফেরত দেয়নি। গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রতারক ছালাম ও তার সহযোগীরা লাঠি, সোঠা নিয়া পাঁচ বছর পূর্বের খোলা বায়না দলিলমূলে কৃষকের জমির চারপাশে পিলার ও বাঁশ দিয়ে বেড়া দেয়। পরে জমিতে ছোট ছাপড়া ঘর নির্মান করে দখল করার চেষ্টা করে। এসময় কৃষক ও তার ছোট ভাইয়ের স্ত্রী সেলিনা খাতুন দখল চেষ্টাকারীদের বাধা ও প্রতিবাদ করলে তারা জমির প্রকৃত মালিক কৃষক ও তার ছোট ভাইয়ের স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তাদরেকে মারপিট করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে রক্ষা করে। ওই প্রতারক চক্র যেকোন সময় কৃষকের জমি জবর দখল করতে পারে।

কৃষক কফিজ উদ্দিন বলেন, জমি বিক্রির উদ্দ্যেশে আমি টাকা নিয়েছিলাম পাঁচ বছর আগে। অগ্রিম বায়না আরও দেওয়ার কথা ছিল। কিন্তু বায়না না দিয়ে উল্টো এক লাখ টাকা ফেরত নিয়ে আমাকে খোলা বায়না দললি ফেরত দেওয়ার কথা থাকলেও তারা দলিল ফেরত দেয়নি। আব্দুছ ছালাম প্রতারণার আশ্রয় নিয়ে আমার জমির চারপাশে সিমেন্টর পিলার পুঁতে বাঁশের বেড় দিয়ে জমিতে উপরে টিন দিয়ে ছাপড়া (ছোট) ঘর নির্মাণ করে দখল চেষ্ট করে।

অভিযুক্ত আব্দুছ ছালাম জানান, জমির হাল দাখিলা এবং খারিজ খতিয়ান সম্পন্ন হওয়ার পর জমি রেজিস্ট্রি করা হবে এবং বকেয়া পাওনা জমি বিক্রেতা কৃষককে পরিশোধ করবে। উভয় পক্ষের সম্মতিতে (১০.৫০ শতাংশ) জমির মূল্য নির্ধারণ করা হয় ১২ লাখ টাকা। ইতোমধ্যে কৃষককে ৮ লাখ টাকা পরিশোধ করে খোলা বায়না রেজিস্ট্রি করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, কৃষকের অভিযোগের ভিত্তিতে একজন অফিসারকে (এসআই) দায়িত্ব দেয়া হয়েছে। প্রকৃত ঘটনাটা কি এটা তদন্তের পর বলেতে পারব।

এনজে

শেয়ার