Top

ইবিতে জিয়া স্মৃতি কমপ্লেক্স নির্মাণসহ ১০ দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

১৮ ডিসেম্বর, ২০২৪ ৫:০৭ অপরাহ্ণ
ইবিতে জিয়া স্মৃতি কমপ্লেক্স নির্মাণসহ ১০ দাবিতে ছাত্রদলের স্মারকলিপি
ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জিয়া স্মৃতি কমপ্লেক্স নির্মাণ ও বর্ধিত ফি কমানোসহ ১০ দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে উপাচার্যের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতাকর্মীরা।

স্মারকলিপি প্রদানকালে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম ও সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ সংগঠনটির অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

তাদের দাবিগুলো হলো-

১. বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে বিশ্ববিদ্যালয়ে আওয়ামী প্রশাসন শিক্ষার্থীদের আকাঙ্খা, প্রত্যাশা ও মতামতের প্রধান্য না দিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল ফি ০৩ (তিন) গুণ বৃদ্ধি করেছিল। এই অতিরিক্ত ফি শিক্ষার্থীদের গলার কাঁটায় পরিণত হয়েছে। তাই এই অতিরিক্ত ফি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

২. গুচ্ছ প্রক্রিয়া থেকে অনতিবিলম্বে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করতে হবে।

৩. গণহত্যাকারী শেখ হাসিনার পরিবারের নামে ক্যাম্পাসের মধ্যে যত স্থাপনা রয়েছে এসকল স্থাপনার নাম পরিবর্তন করতে হবে।

৪. দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল থেকে মুজিব কর্ণারের নাম পরিবর্তন করতে হবে।

৫. ক্যাম্পাসে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত না হওয়ায় ও পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং অতিরিক্ত মশার উপদ্রব সৃষ্টি হয়েছে। তাই নিয়মিত ক্যাম্পাস পরিষ্কার ও পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন নিশ্চিত করতে হবে।

৬. দীর্ঘ ১৬ বছরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী দুঃশাসন প্রতিষ্ঠাকারী স্বৈরাচারী দোসরদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা ও ৪ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাকারীদের পক্ষে মিছিলে অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

৭. ক্যাম্পাস অবকাশকালীন সময়ে নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৮. ক্যাম্পাস সম্পূর্ণরুপে ভিক্ষুকমুক্ত করতে হবে।

৯. বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে মানসম্মত চিকিৎসা পাচ্ছে না শিক্ষার্থীরা তাই চিকিৎসা কেন্দ্রে আধুনিক চিকিৎসা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

১০. বিশ্ববিদ্যালয় ভিত্তি প্রস্তরে জিয়া স্মৃতি কমপ্লেক্স নির্মাণ করতে হবে।

ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন ধারার ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা অক্ষুন্ন রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অঙ্গীকারবদ্ধ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব, অংশগ্রহণমূলক ও জবাবদিহিতার আলোকে সবসময়ই রাজনৈতিক সহবস্থান নিশ্চিত করার পক্ষে।

এই বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদলের পক্ষ থেকে উপাচার্যের নিকট ১০ দফা দাবি উত্থাপন করা হয়েছে।

এম জি

শেয়ার