মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকা কলেজ ক্যাম্পাসে বিজয় র্যালি করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে ঢাকা কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি হারুনুর রশিদ হারুন সহ ছত্রদলের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টায় ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান শাহীন ও মৃধা জুলহাসের নেতৃত্বে কলেজের শহীদ মিনার থেকে র্যালি শুরু হয়। এরপর কলেজর মূল ফটক থেকে সাইন্সল্যাব মোড় ঘুরে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে র্যালিটি শেষ হয়।
বিজয় দিবসের জাতীয় ও দলীয় পতাকা হাতে র্যালিতে যোগ দেন নেতা-কর্মীরা। এসময় ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ’ ‘বিজয়ের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে’ ‘জিয়াতে শক্তি জিয়াতেই মুক্তি’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।
বিজয় র্যালিতে ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধা জুলহাস বলেন, মহান মুক্তিযুদ্ধে ঢাকা কলেজের ৬ জন শহীদ রয়েছেন। মুক্তিযুদ্ধে ঢাকা কলেজের অবদান অপরিসীম। এছাড়াও বিভিন্ন আন্দোলন সংগ্রামে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সরব উপস্থিতি থাকে। এদেশের স্বৈরাচার তাবেদার সরকার টিকে থাকতে পারবে না।
ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান শাহীন বলেন, আমাদের বিজয় ১ দিনে অর্জিত হয়নি। দীর্ঘ নয় মাস মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছিলাম। বিগত স্বৈরাচার সরকার স্বাধীনতার ইতিহাস কে বিকৃত করে একটি দলের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল। ইতিহাস বিকৃতকারী সেই স্বৈরাচারকে বাংলাদেশের জনগণ বিতারিত করেছে। বিগত ১৫ বছরে দেশের বুদ্ধিজীবী, সাংবাদিক’সহ দেশনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে দেয় নাই। বর্তমান নিরপেক্ষ সরকার মামলা প্রত্যাহার করে নিয়েছে। এতে বোঝা যাচ্ছে সব মামলা ছিল মিথ্যা।
এছাড়াও ঢাকা কলেজ ছাত্রসংসদের সর্বশেষ সাবেক ভিপি চট্রগ্রামের বিভাগের বিএনপির সহ-সাংগাঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন বলেন, শহীদ জিয়াউর রহমান শুধু ঘোষণা দেয়নি তিনি রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। গত ১৬ বছরে স্বৈরাচার সরকার নিজেদের মতো করে ইতিহাস রচনা করেছিল। মানুষ ক্ষুদ্র পরিকল্পনাকারী, আল্লাহ উত্তম ফয়সালাকারী। আল্লাহর বিচার আছে। স্বৈরাচার সরকারের সহযোগী হিসেবে যারা বিভিন্ন অপকর্ম করেছে তাদের বিচার করতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে নিরপরাধ আওয়ামী লীগ কর্মীদের যেন ক্ষতি না করা হয়। জিয়াউর রহমান সারা বাংলাদেশকে যা দিয়েছেন কিয়ামত পর্যন্ত বেচে থাকলে তা আমরা দিতে পারবো না। শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদের ভালো থাকতে দিবে না। স্বৈরাচারের পতন হওয়ার পরে ফিরে আসার কোন নজির নেই। ছাত্রদলের রাজনীতি হবে আধুনিক রাজনীতি। ঢাকা কলেজের ক্যাম্পাসের পরিবেশ সুন্দর সহ অবকাঠামোগত উন্নয়নে সবার সাথে থাকবে ঢাকা কলেজ ছাত্রদল।
বিএইচ